পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত
তাসবিহ এবং তাহমিদ যেকোনো সময় পাঠ করা যায়। তবে এগুলো নামাজের পরে পড়া উত্তম এবং গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। মহান আল্লাহ পাক পবিত্র এরশাদ করেছেন ''আর তোমরা তাসবিহ এবং তাহমিদে লিপ্ত থাকো সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে” সূরা তোহা-১৩০। এছাড়াও প্রত্যেকটি ফরজ সালাতের পর গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে সেই আমলগুলি আমাদের সকলের করা উচিত।
আমাদের আজকের বিষয় হচ্ছে ‘‘পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত’’। আমরা এখন পর্যায়ক্রমে ‘‘পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত’’ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। সকলে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের মূল পাঠে যাওয়া যাক।
- সূচিপত্র - পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত।
- ভূমিকা।
- পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ।
- উপসংহার - পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত।
পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত।
পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ নির্দিষ্ট নামাজের পরে ১০০ বার করিয়া পাঠ করিলে, আল্লাহর রহমতে দুনিয়া ও আখিরাতের মঙ্গল এবং কল্যাণ সাধিত হইবে। নিম্নে তাসবীহসমূহ উল্লেখ করা হলোঃ
- ফজর নামাজের তাসবীহঃ হুয়াল হাইয়ুম কাইয়ুম। তিনি (আল্লাহ তা'আলা) জিবীত ও স্থায়ী।
- জোহর নামাজের তাসবীহঃ হুয়াল্ আলিয়্যিল আযীম। তিনি (আল্লাহ তা'আলা) বিরাট ও মহান।
- আসর নামাজের তাসবীহঃ হুয়ার রহমা-নুর রাহীম। তিনি (আল্লাহ তা'আলা) কৃপাময় ও করুণাময়।
- মাগরিব নামাজের তাসবীহঃ হুয়াল্ গফুরুর রাহীম। তিনি (আল্লাহ তা'আলা) ক্ষমাকারী ও দয়াশীল।
- এশার নামাজের তাসবীহঃ হুয়াল্ লাতীফুল খাবীর। তিনি (আল্লাহ তা'আলা) পবিত্র ও অতি সতর্ক।
ইহা ব্যতীত প্রতি ওয়াক্ত নামাজের পরে সুবহা-নাল্লা-হ (৩৩ বার), আলহামদু লিল্লা-হ (৩৩ বার) এবং আল্লাহু আকবার (৩৪ বার) মোট ১০০ বার পাঠ করিলে অশেষ নেকী লাভ হইবে এবং রিযিক বৃদ্ধি হইবে ও বরকত পাইবে। এছাড়া, লা ইলা হা ইল্লাল্লাহ (১০০ বার) (আল্লা ছাড়া কোন মাবুদ নেই) করবে।
হাদিস শরীফে বর্ণিত আছে, "প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহা-নাল্লাহ (৩৩ বার), আলহামদু লিল্লাহ (৩৩ বার) এবং আল্লাহু আকবার (৩৪ বার) মোট ১০০ বার পাঠ করার পর নিম্নের দোয়াটি একবার পাঠ করিবে, তাহলে তাহার সমস্ত পাপ মার্জনা করিয়া দেওয়া হইবে, যদিও উহা সমুদ্রের ফেনার পরিমান হইয়া থাকে।"
দোয়াটি হচ্ছে: "লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়িন ক্বাদী-র।" উল্লেখ্য যে, এই দোয়াটি মাগরিবের নামজের পড়েও পড়া যায়।
অন্য এক হাদিসে বর্ণিত আছে, "যে ব্যক্তি সুবহানাল্লাহি (তাসবীহ) ১০০ বার, আল্লাহু আকবার (তাকবীর) ১০০ বার, লা-ইলাহা ইল্লাল্লাহু (তাহলীল) ১০০ বার এবং আলহামদু লিল্লাহি (তাহমীদ) ১০০ বার পাঠ করিবে, তাহার সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে, যদিও উহা সমুদ্রের ফেনার ন্যায় হইয়া থাকে।"
উপসংহার-পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত।
এতক্ষণ আমরা আলোচনা করেছি পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহসমূহ পাঠের ফজীলত এই বিষয়টি নিয়ে। আশা করছি সকলেই এই ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন।
পরবর্তীতে যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আলোচনা করার জন্য। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ পাক আমাদের সকলের হন (আমিন)।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url