ড্রিম আইটিসির শর্ত, গোপনীয়তার নীতি ও সমস্থ নীতিমালা

 ড্রিম আইটিসি কি?

ড্রিম আইটিসি(dreamyitc.com)নিয়মিত প্রযুক্তি,চাকুরী,তথ্যপ্রযুক্তি,ইসলামিক পোস্ট,পড়াশোনার খবর,অনলাইন ইনকাম,চাকুরীর খবর,হিন্দু ধর্মীয় পোস্ট,সরকারী সেবা,ইঞ্জিনিয়ারিং পোস্ট,ক্যালেন্ডার, ঈদের কালেকশম ফ্যাশন ডিজাইনিং বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট করে থাকে।

সাধারন শর্তবলীঃ

1. ড্রিম আইটিসির পেইড ব্লগ রাইটারদের জন্য প্রকাশিত নীতিমালা শুধু তাদের দেখার জন্যই উন্মুক্ত যা অন্য কারো সাথে শেয়ার করা নিষিদ্ধ। পেইড মেম্বারদের পোস্ট জমা ও জমাকৃ পোস্ট ড্রিম আইটিসির ওয়েবসাইটে প্রকাশের পূর্বে দেখার জন্য নিজ গুগল অ্যাকাউন্টে লগইন করা বাধ্যতামূলক।

1. ড্রিম আইটিসির ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী কেবল মাত্র ড্রিম আইটিসির।যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোনো পোস্ট বা পেইজের কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ন কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পুর্নই নিষিদ্ধ।তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশবিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেহ্মেত্রে ড্রিম আইটিসি ওয়েবসাইটের লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।

2. ড্রিম আইটিসির ওয়েবসাইটে প্রকাশিত ব্লগ পোস্ট গুলো বাংলা / ইংরেজি সোর্স থেকে মূলত অনুবাদ করে লেখা হয়,সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে ষোড়শীর সাথে সরাসরি মিলে যেতে পারে(অনুবাদ)।মূল কনটেন্ট যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও /ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট এডমিনকে অবহিত করুণ।

3. তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে ড্রিম আইটিসিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধতাহলেও ওয়েবসাইট এডমিনকে অবহিত করুন।

1. ড্রিম আইটিসির ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো তথ্য যেমন নাম ,ইমেইল্মোবাইল ফোন নাম্বার,ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা ড্রিম আইটিসি দেয় না।

2. আমরা বিজ্ঞাপন সরবারহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি।আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল এডসেন্স এবং গুগল অ্যানালাইটিকসের) আপনার সাইট ভিজিটর তথ্য ওয়েবসাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি।

3. এই ওয়েবসাইটে সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয।ক্ষেত্রবিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য অথেন্টিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হতে পারে।
1. ড্রিম আইটিসির ওয়েবসাইটে কোন পোস্ট বা পেইজ মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।

2. যে পোস্ট বা পেইযে মন্তব্য করবেন সেই পোষ্ট বা পেই্জ সংশ্লিষ্ট  কোনো বিষয়ে নিজের ভালো লাগার অনুবতি বক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।

3. উপরোক্ত বিষয়গুলো ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।

4. কমেন্টে সকল ধরনের অশ্লীল,অশ্রাব্য ও আক্রমণাত্মক শব্দের ব্যবহার নিষিদ্ধ।

5. আপনার বা অন্য কারো কোন মতামত ,অভিযোগ বা প্রশ্ন জানতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

আমাদের নীতিমালায় আপনাদের একমত প্রসঙ্গে; 

1. আপনি dreamyitc.com সাইটে ভিজিট করার মাধ্যমেই সাইটের সকল শর্ত ,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন।আপনি যদি আমাদের কোনো শর্ত,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করে তাহলে এই সাইটের সকল সার্ভিস/ সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন। আমাদের কোনো শর্ত,গোপনীয়তা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো কোন মতাম্ত,অভিযোগ বা প্রশ্ন জানতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

2. ড্রিম আইটিসির যে কোন প্লাটফর্মে  অগঠনমূলক, অসামাজিক, অশ্রাব্য, অশ্লীল, নীতিবর্জিত, আক্রমণাত্মক বা অনৈতিক আচরণ (পোস্ট, কমেন্ট, মেসে্ ইত্যাদি করলে পূর্ব নোটিশ ছাড়াই ব্যান করা হতে পারে।

বিশেষ দ্রষ্টব্যঃ

1.ড্রিম আইটিসির কোন সার্ভিস বা সেবা নেওয়ার পর উপরোক্ত কোন নীতিমালা ভঙ্গ করলে বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করলে বিনা নোটিশে ড্রিম আইটিসির সেই সেবা বা  সার্ভিস বাতিল করার ক্ষমতা রাখে।একইসাথে জরিমানা করতে পারি ৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত যা সেবা বা সার্ভিস ভঙ্গকারী প্রদানে বাধ্য থাকবে।নীতিমালা ভঙ্গের জন্য কোন সেবা বা সার্ভিস বাতিল হলে তার ক্রয় মূল্য অফেতযোগ্য।

2. সময়ের প্রয়োজনে বা নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যেকোনো সময় যেকোনো নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হতে পারে।


2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Nime
    Nime ১২ জানুয়ারী, ২০২৩ এ ৯:৫৫ AM

    Thank you so much 🥰

  • Mezbah
    Mezbah ১ এপ্রিল, ২০২৩ এ ৩:২২ AM

    Good job

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url