নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন

 নামাজ প্রত্যেক সুস্থ ও সবল মুসলমান নর-নারীর জন্য পড়া ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ পাক। এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তবে এই নামাজ পড়তে গেলে আমাদের বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। তা না হলে নামাজ আমাদের সঠিকভাবে আদায় হবে না। আমাদের আজকের আর্টিকেলে মূল বিষয় ছিল “নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন”। 


তাহলে চলুন আর দেরি না করে আমরা “নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন” ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। 

সূচিপত্র - নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন

  • ভূমিকা
  • নামাজের মাকরুহসমূহ
  • উপসংহার - নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন


নামাজের মাকরুহসমূহ

নামাজের মাকরুহসমূহ হচ্ছেঃ- 

১। নামাজের মধ্যে মুখ ঢেকে রাখা। 

২। নামাজের মধ্যে চক্ষু বন্ধ করে রাখা। 

আরও পড়ুনঃ নামাজ ভঙ্গের কারণসমূহ বিস্তারিত জানুন

৩। মাথা কিংবা কাঁধের উপর কাপড় রেখে তার দু'প্রান্তদেশ সোজা নিচের দিকে ঝুলিয়ে রাখা। 

৪। ধুলা-বালু লাগার ভয়ে কাপড়কে ঘুটিয়ে নেয়া। 

৫। বিনা কারণে খালি মাথায় নামাজ আদায় করা। 

৬। নামাজের মধ্যে আঙ্গুল মটকানো। 

৭। মাথার মধ্যস্থান খালি রেখে টুপি বা পাগড়ি পড়া। 

৮। কাপড় বা শরীর নিয়ে খেলা করা। 

৯। ঘাড় ফিরিয়ে ডানে বামে তাকানো। 

১০। শরীরে আড়মোড় দেয়া। 

১১। জামার বুতাম উন্মুক্ত রাখা। 

১২। নামাজ অবস্থায় আকাশের দিকে তাকানো। 

১৩। দাঁড়ানো অবস্থায় উভয় পায়ের উপর সমান ভর না রাখা। 

১৪। প্রাণীর ছবি সম্বলিত কাপড় পরিধান করা। 

১৫। কোমরে হাত রাখা। 

৬। প্রকাশ্যভাবে হাতের আঙ্গুলের সাহায্যে তাসবীহ বা আয়াত গণনা করা। 

১৭। হাই আসলে তা বন্ধ করার চেষ্টা না করা (তবে চেষ্টা করে বন্ধ না করতে পারলে ডান হাতের পিঠ মুখের উপর রাখবে)। 

১৮। একেবারে লাল পোশাক পরিধান করে নামাজ পড়া। 

১৯। নামাজের জন্য কোন সূরা নির্দিষ্ট করা। 

২০। জামার আস্তিন কনুইয়ের উপরে উঠিয়ে রাখা। 

২১। একই রাকআতের মাঝে সূরা বাদ দিয়ে দু'সূরা পড়া। 

২২। ফরজ নামাজে একই সূরা দু'বার পড়া। 

২৩। জামাতের মধ্যে মুক্তাদির কষ্ট হয় ইমামের এরকম দীর্ঘ কিরায়াত পড়া। 

২৪। ফরজ নামাজে বিনা ওজরের লাঠি বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো। 

২৫। কপালের মাটি বা ঘাম মোছা। 

২৬। তাসমিয়া (বিসমিল্লাহির রাহমানির রাহীম) এবং আমীন উচ্চস্বরে বলা। 

২৭। কোন বস্তুর ঘ্রাণ নেয়া। 

২৮। থু-থু, কফ ইত্যাদি ফেলা। 

২৯। নাক ঝাড়া। 

৩০। অনর্থক পদাচারণা করা। 

আরও পড়ুনঃ  নামাজের বিবরণ – সুন্নাত এবং মুস্তাহাবসমূহ।

৩১। ঠেলাঠেলি করে কাতারের মধ্যে প্রবেশ করা। 

৩২। যবেহের স্থানে নামাজ পড়া। 

৩৩। গোসলখানায় নামাজ আদায় করা। 

৩৪। নামাজের কিরায়াত অত্যন্ত সংক্ষেপ করে পড়া। 

৩৫। ফাসিক ও অন্ধ ব্যক্তির পিছনে নামাজ আদায় করা। 

৩৬। কোন প্রাণীর দৃষ্টির উপরে নামাজ আদায় করা। 

৩৭। রুকু সিজদার তাসবীহ তিনবারের কম আদায় করা। 

৩৮। ক্ষুদ্র কোন কীট-পতঙ্গ হত্যা করা। 

৩৯। প্রসাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া। 

৪০। এক সূরার কিছু অংশ পাঠ করে অন্য সূরা পড়া।

৪১। উম্মুক্ত মাঠে কোন বস্তু না পুঁতিয়ে বা আড়াল সৃষ্টি না করে নামাজ আদায় করা। 

৪২। কিরায়াত পড়া শেষ হতে না হতেই রুকুতে যাওয়া। 

৪৩। অতি তাড়াতাড়ি রুকু সিজদা করা। 

৪৪। রুকুর তাসবীহ পড়তে পড়তে সোজা হয়ে দাঁড়ানো। 

৪৫। নামাজীর চতুপার্শ্বের যে কোন পাশে প্রাণীর ছবি থাকা। 

৪৬। সিজদার তাসবীহ পাঠ করতে করতে মাথা উত্তোলন করা। 

৪৭। সুন্দর বস্ত্রাদি থাকা সত্ত্বেও ছেঁড়া-ফাঁড়া বা নোংরা কাপড় পরিধান করে নামাজ আদায় করা। 

৪৮। সিজদায় যাওয়ার সময় বিনা ওজরে মাটিতে হাঁটু রাখার আগে হাত রাখা। 

৪৯। বিনা কারণে হাঁটু খাড়া করে বসা। 

৫০। সিজদা থেকে ওঠার সময় হাত তোলার পূর্বে হাঁটু তোলা। 

৫১। অনর্থকভাবে হাঁটু পেতে বসা। 

৫২। পুরুষদের উভয় হাত মাটিতে বিছিয়ে সিজদা করা। 

৫৩। অপ্রয়োজনে লজ্জাস্থান স্পর্শ করা। 

৫৪। কুরআন শরীফের ধারাবাহিকতা বজায় না রেখে আগের সূরা পরে এবং পরের সূরা আগের রাকআতের পড়া। 

৫৫। দাঁতের ফাঁক থেকে বুটের দানা পরিমান খাদ্যকণা বের করে গিলে ফেলা। 

আরও পড়ুনঃ নামাজের বিবরণ – ফরজ এবং ওয়াজিবসমূহ

৫৬। নামাজের আদবসমূহ পালনে অলসতা প্রদর্শন করা। 

৫৭। প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও পেছনের কাতারে দাঁড়ানো। 

৫৮। প্রথম রাকআত অপেক্ষা দ্বিতীয় রাকআতে অপেক্ষাকৃত বড় কিরায়াত পড়া।

উপসংহার - নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন

আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় ছিল “নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন”। আশা করছি এখান থেকে সকলেই বিস্তারিত জানতে পেরেছেন। যদি জেনে থাকেন তাহলে আমাদের “নামাজের মাকরুহসমূহ বিস্তারিত জানুন” লেখা সার্থক। আশা করছি সকলেই একবারও উপকৃত হয়েছেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url