২০২৬ বিশ্বকাপ ফুটবল – 2026 FIFA world cup

২৬ বিশ্বকাপ ফুটবল – 2026 FIFA world cup 

ভূমিকা১

বিশ্বকাপ ফুটবল খেলা আসলেই মনে পরে ২০১০ বিশ্বকাপের সেই গানটির কথা। যেই গানটি গেয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কলম্বিয়ান এই সুন্দরী গায়িকা শাকিরা। তার গানের কথাগুলি ছিল ওয়াকা ওয়াকা এয়ে এয়ে-------। শাকিরার গান ছাড়া যেন গোটা বিশ্বকাপের আসর অচল।

FIFA world cup trophy 

অপর পক্ষে, বিশ্বের সবচেয় জনপ্রিয়, দর্শকের পছন্দের, আকর্ষণীয় এবং সুপরিচিত একটি খেলা হচ্ছে ফুটবল। এই খেলা পছন্দ করেন না বা দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল। আমাদের দেশে এই খেলার কোন কমতি নেই। ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দিন যতই ঘনিয়ে আসছে এর প্রতি মানুষের আকর্ষণ ততই বৃদ্ধি পাচ্ছে। কোন তুলনা ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় খেলাগুলির মধ্যে অন্যতম এই খেলা। তাই সকল পাঠকের নিকট এই লেখাটি অন্যতম স্থান পাবে বলে আমি আশা করছি। আপনি যদি “২০২৬ বিশ্বকাপ ফুটবল" সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।

আরো পড়ুনঃ বিশ্বকাপ ফুটবলের ইতিহাস – FIFA World Cup History

পেজ সূচীপত্রঃ ২০২৬ বিশ্বকাপ ফুটবল – 2026 FIFA world cup২

ফুটবলের পূর্ব পরিচিতি৩

ফুটলের পূর্ব নাম ছিল সকার খেলা। ফুটবল খেলা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় সকার নামে পরিচিত ছিল। ১৯ শতকের মাঝামাঝি ইংল্যান্ডে ফুটবল তার বর্তমান রূপে ধারণ করে এবং ফুটবল নামে পরিচিতি লাভ করে। আজ বিশ্বের সবচেয় জনপ্রিয়, দর্শকের পছন্দের, আকর্ষণীয় এবং সুপরিচিত একটি খেলা হচ্ছে ফুটবল। ফুটবল দীর্ঘদিন ধরে একটি ব্রিটিশ খেলা ছিল কিন্তু ধীরে ধীরে এটি ইউরোপে ছড়িয়ে পরে এবং আর্জেন্টিনায় ১৮৬৭ সালে এই খেলাটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়।
Soccer Ball

FIFA (ফিফা) কি৪

FIFA হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। যা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (Federation International de Football Association, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নামে পরিচিত। 

আরো পড়ুনঃ বাংলাদেশের দর্শনীয় স্থান - চলুন ভ্রমণে যাই এবং স্বাদের খাবার খাই

বিশ্বকাপ ফুটবল কোন দেশ, কত বার জিতেছে৫

সম্মানিত পাঠগন, আমি আপনাদের সকলের অবগতির জন্য প্রথম বিশ্বকাপ ফুটবল ১৯৩০ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সর্বমোট ২২ (বাইশ) বারেরমত অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কোন দেশ কতবার বিশ্বকাপ শিরোপা জয়ী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সেই দেশের নাম এবং সাল উল্লেখ করছি। আশা করছি, সকলেই মনোযোগ সহকারে দেখে নিবেনঃ

       ক্রমিক সাল দেশের নাম        

১।    ১৯৩০    উরুগুয়ে

২।    ১৯৩৪    ইতালি

৩।    ১৯৩৮    ইতালি

৪।    ১৯৪২    ২য় বিশ্বযুদ্ধের কারণে খেলা হয়নি

৫।    ১৯৪৬    ২য় বিশ্বযুদ্ধের কারণে খেলা হয়নি

৬।    ১৯৫০    উরুগুয়ে

৭।    ১৯৫৪    পশ্চিম জার্মানি

৮।    ১৯৫৮   ব্রাজিল

৯।    ১৯৬২    ব্রাজিল

১০।    ১৯৬৬  ইংল্যান্ড

১১।    ১৯৭০    ব্রাজিল

১২।    ১৯৭৪    পশ্চিম জার্মানি

১৩।    ১৯৭৮    আর্জেণ্টিনা

১৪।    ১৯৮২    ইতালি

১৫।    ১৯৮৬    আর্জেণ্টিনা

১৬।    ১৯৯০    পশ্চিম জার্মানি

১৭।    ১৯৯৪    ব্রাজিল

১৮।    ১৯৯৮    ফ্রান্স

১৯।    ২০০২    ব্রাজিল

২০।    ২০০৬    ইতালি

         ২১।    ২০১০    স্পেন

        ২২।    ২০১৪    পশ্চিম জার্মানি

        ২৩।   ২০১৮    ফ্রান্স

        ২৪।    ২০২২    আর্জেণ্টিনা

 

2022 World Cup Winner
       

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর আয়োজককারী দেশের নাম কি৬

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল বেশ কিছু নতুনত্ব নিয়ে বৃহৎ পরিসরে প্রথমবারের মতো এক সাথে হতে যাচ্ছে তিনটি দেশে এই আসর। এই খেলে পরিচালনা করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে দল ও ম্যাচ উভয় সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। যা অন্য বিশ্বকাপ ফুটবল এর চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হবে বলে আমি আশা করছি।

২০২৬ বিশ্বকাপ ফুটবল নতুনত্বে শুরু৭

নতুনত্বে শুরু হচ্ছে আগামি ২০২৬ বিশ্বকাপ ফুটবল। অনেক নতুন কিছুর সাক্ষী হতে যাচ্ছে এই ২০২৬ বিশ্বকাপ ফুটবল। সবাই তাকিয়ে আছে সেই আগামী ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকানো উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। বদলে যাবে অনেক কিছুই। অনেক কিছুই হবে প্রথম বারের মতো। যেমন, প্রথম বারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে (দেশগুলি হচ্ছেঃ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে)। আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক হিসেবে। প্রথম বারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ এবং প্রথম বারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২টি দল নিয়ে। আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল অন্যান্য বিশ্বকাপের মত ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিনে। ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ থেকে ১০৪টিতে।

আরো পড়ুনঃ মোবাইল ফোন চুরি হলে করণীয়

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর ১৬টি ভেন্যু এক নজরে দেখে নিন৮

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল সর্বমোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা নিম্নবর্ণিত স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হবে। যা আমাদের সকলেরই জানা প্রয়োজন বলে আমি মনে করছি। চলুন দেখে নেয়া যাক স্টেডিয়াম এবং দেশের নাম সমূহঃ

  • মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
  • জিলেট স্টেডিয়াম, বোস্টন, যুক্তরাষ্ট্র
  • এটি অ্যান্ড টি স্টেডিয়াম , ডালাস, যুক্তরাষ্ট্র
  • এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
  • অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
  • সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
  • মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/নিউজার্সি, যুক্তরাষ্ট্র
  • হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র
  • লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র
  • লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র
  • লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল, যুক্তরাষ্ট্র
  • এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা, মেক্সিকো
  • এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
  • এস্তাদিও বিবিভিএ বানকোমার,মন্তেরেই, মেক্সিকো
  • বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
  • বিসি প্লেস, ভ্যানকুভার, কানাডা

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর শহর ভিত্তিক ম্যাচের তালিকা৯

 ১৬টি শহরে সর্বমোট ১০৪টি ম্যাচ নিয়ে অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। যা আমি সকল ফুটবল প্রেমীদের অবগতির জন্য যেখানে শহর, মাঠ ও ম্যাচের নাম উল্লেখ করছি। আশা করছি সকলের ভাল লাগবে। তাই আর দেরি না করে ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার শহর, মাঠ ও ম্যাচের নাম নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা করছিঃ

                                                                                                           

  • আটলান্টা, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৮টি
  • বোস্টন, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৭টি
  • ডালাস, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৯টি
  • হিউস্টন, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৭টি
  • কানসাস সিটি, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৬টি
  • লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র- এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৮টি
  • নিউইয়র্ক/নিউজার্সি, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৮টি
  • মায়ামি, যুক্তরাষ্ট্র -  এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৭টি 
  • ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৬টি 
  • সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৬টি
  • সিয়াটল, যুক্তরাষ্ট্র - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৬টি
  • গুয়াদালাহারা, মেক্সিকো - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৪টি
  • মেক্সিকো সিটি, মেক্সিকো - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৫টি
  • মন্তেরেই, মেক্সিকো- এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৪টি
  • টরন্টো,  কানাডা- এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৬টি
  • ভ্যানকুভার, কানাডা - এখানে সর্বমোট মোট ম্যাচ হবে ☝ ০৭টি
☝সর্বমোট ম্যাচ সংখ্যা (গ্রুপ পর্বঃ ৭২টি, রাউন্ড অফ-৩২ঃ ১৬টি, রাউন্ড অফ-         ১৬ঃ ০৮টি, কোয়ার্টার ফাইনাল-০৪টি, সেমিফাইনাল-০২টি, তৃতীয় স্থান
অধিকারী-০১টি এবং ফাইনাল-০১) 

আরো পড়ুনঃ যেভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করবেন

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর রাউন্ড সমূহ১০

সম্মানিত পাঠকগণ! আপনারা সকলেই জানেন, যে কোন প্রতিযোগিতা অবশ্যই একটা রাউন্ডের মাধ্যমে হয়ে থাকে। সেই অনুযায়ী আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল বিভিন্ন রাউন্ড অনুযায়ী অনুষ্ঠিত হবে। সর্বমোট ১০৪টি ম্যাচে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। যা হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরের ১৬টি স্টেডিয়ামে। আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর বিভিন্ন রাউন্ড অনুযায়ী ম্যাচ পরিচালনার বিস্তারিত রাউন্ড সমূহের নাম, কত তম ম্যাচ, মোট ম্যাচ এবং খেলার তারিখ নিন্মে বর্ণিতভাবে উল্লেখ করা হলোঃ

  • উদ্বোধনী ম্যাচ (০১ তম ম্যাচ)  ১১ জুন ২০২৬
  • গ্রুপ পর্ব (১-৭২ তম ম্যাচ, ৭২টি ম্যাচ)  ১১-২৭ জুন ২০২৬
  • রাউন্ড অফ-৩২ (৭৩-৮৮ তম ম্যাচ, ১৬টি ম্যাচ) ২৮ জুন হতে ৩ জুলাই ২০২৬
  • রাউন্ড অফ-১৬ (৮৯-৯৬ তম ম্যাচ, ৮টি ম্যাচ) ০৪-০৭ জুলাই ২০২৬
  • কোয়ার্টার ফাইনাল (৯৭-১০০ তম ম্যাচ, ৪টি ম্যাচ) ০৯-১১ জুলাই ২০২৬
  • সেমিফাইনালের (১০১-১০২ তম ম্যাচ, ২টি ম্যাচ) ১৪ জুলাই ২০২৬
  • তৃতীয় স্থান অধিকারী (১০৩ তম ম্যাচ, ১টি ম্যাচ) ১৮ জুলাই ২০২৬
  • ফাইনাল খেলা (১০৪ তম ম্যাচ, ১টি ম্যাচ) ১৯ জুলাই ২০২৬


২০২৬ বিশ্বকাপ ফুটবল এর উদ্বোধনী ম্যাচ১১

ফিফা জানিয়েছে, আগামী ১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ২৩তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচটি। এই প্রতিযোগিতা চলবে আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। যার সমাপ্তি হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল মাচের মধ্যে দিয়ে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম, জমকানো উদ্বোধনী অনুষ্ঠান হবে এখানে

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর গ্রুপ পর্বের ম্যাচ সমূহ১২

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব চলবে ১১ জুন ২০২৬ তারিখ থেকে ২৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন ২০২৬ তারিখ থেকে ০৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। গ্রুপ পর্বে সর্বমোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার বিস্তারিত সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • ১১ জুন ২০২৬ (১ তম ম্যাচ), মেক্সিকো সিটি (মেক্সিকোর ম্যাচ)
  • ১১ জুন ২০২৬ (২ তম ম্যাচ), গুয়াদালাজারা (মেক্সিকো)
  • ১২ জুন ২০২৬ (৩ তম ম্যাচ), টরেন্টো (কানাডা খেলবে)
  • ১২ জুন ২০২৬ (৪তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা খেলবে)
  • ১৩ জুন ২০২৬ (৫ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ১৩ জুন ২০২৬ (৬ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)
  • ১৩ জুন ২০২৬ (৭ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ১৩ জুন ২০২৬ (৮ তম ম্যাচ), সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ১৪ জুন ২০২৬ (৯ তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ১৪ জুন ২০২৬ (১০ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)
  • ১৪ জুন ২০২৬ (১১ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ১৪ জুন ২০২৬ (১২ তম ম্যাচ), গুয়াদালুপে মন্টেরে (মেক্সিকো)
  • ১৫ জুন ২০২৬ (১৩ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  •  ১৫ জুন ২০২৬ (১৪ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)
  • ১৫ জুন ২০২৬ (১৫ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ১৫ জুন ২০২৬ (১৬ তম ম্যাচ), সিটেল (আমেরিকা)
  • ১৬ জুন ২০২৬ (১৭ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ১৬ জুন ২০২৬ (১৮ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ১৬ জুন ২০২৬ (১৯ তম ম্যাচ), কানসাস সিটি (আমেরিকা)
  • ১৬ জুন ২০২৬ (২০ তম ম্যাচ),  সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ১৭ জুন ২০২৬ (২১ তম ম্যাচ), টরেন্টো (কানাডা)
  • ১৭ জুন ২০২৬ (২২ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ১৭ জুন ২০২৬ (২৩ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)।
  • ১৭ জুন ২০২৬ (২৪ তম ম্যাচ), মেক্সিকো সিটি (মেক্সিকো)
  • ১৮ জুন ২০২৬ (২৫ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)
  • ১৮ জুন ২০২৬ (২৬ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ১৮ জুন ২০২৬ (২৭ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)
  • ১৮ জুন ২০২৬ (২৮ তম ম্যাচ), গুয়াদালাজারা: (মেক্সিকো)
  • ১৯ জুন ২০২৬ (২৯ তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ১৯ জুন ২০২৬ (৩০ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ১৯ জুন ২০২৬ (৩১ তম ম্যাচ), সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ১৯ জুন ২০২৬ (৩২ তম ম্যাচ), সিটল (আমেরিকা)
  • ২০ জুন ২০২৬ (৩৩ তম ম্যাচ), টরেন্টো (কানাডা)
  • ২০ জুন ২০২৬ (৩৪ তম ম্যাচ), কানসাস সিটি (আমেরিকা)
  • ২০ জুন ২০২৬ (৩৫ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)
  • ২০ জুন ২০২৬ (৩৬ তম ম্যাচ), গুয়াদালুপে মন্টেরে(মেক্সিকো)
  • ২১ জুন ২০২৬ (৩৭ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  • ২১ জুন ২০২৬ (৩৮ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)
  • ২১ জুন ২০২৬ (৩৯ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ২১ জুন ২০২৬ (৪০তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)
  • ২২ জুন ২০২৬ (৪১তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ২২ জুন ২০২৬ (৪২তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ২২ জুন ২০২৬ (৪৩ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ২২ জুন ২০২৬ (৪৪ তম ম্যাচ), সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ২৩ জুন ২০২৬ (৪৫ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ২৩ জুন ২০২৬ (৪৬ তম ম্যাচ), টরেন্টো (কানাডা)
  • ২৩ জুন ২০২৬ (৪৭ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)
  • ২৩ জুন ২০২৬ (৪৮ তম ম্যাচ), গুয়াদালাজারা (মেক্সিকো)
  • ২৪ জুন ২০২৬ (৪৯ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  • ২৪ জুন ২০২৬ (৫০ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)
  • ২৪ জুন ২০২৬ (৫১ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)
  • ২৪ জুন ২০২৬ (৫২ তম ম্যাচ), সিটল (আমেরিকা)
  • ২৪ জুন ২০২৬ (৫৩ তম ম্যাচ), মেক্সিকো সিটি (মেক্সিকো)
  • ২৪ জুন ২০২৬ (৫৪ তম ম্যাচ), গুয়াদালুপে মন্টেরে (মেক্সিকো)
  • ২৫ জুন ২০২৬ (৫৫ তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ২৫ জুন ২০২৬ (৫৬ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ২৫ জুন ২০২৬ (৫৭ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ২৫ জুন ২০২৬ (৫৮ তম ম্যাচ), কানসাস সিটি (আমেরিকা)
  • ২৫ জুন ২০২৬ (৫৯ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ২৫ জুন ২০২৬ (৬০ তম ম্যাচ), সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ২৬ জুন ২০২৬ (৬১ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ২৬ জুন ২০২৬ (৬২ তম ম্যাচ), টরেন্টো (কানাডা)
  • ২৬ জুন ২০২৬ (৬৩ তম ম্যাচ), সিটল (আমেরিকা)
  • ২৬ জুন ২০২৬ (৬৪ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)
  • ২৬ জুন ২০২৬ (৬৫ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)
  • ২৬ জুন ২০২৬ (৬৬ তম ম্যাচ), গুয়াদালাজারা (মেক্সিকো)
  • ২৭ জুন ২০২৬ (৬৭ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ২৭ জুন ২০২৬ (৬৮ তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ২৭ জুন ২০২৬ (৬৯ তম ম্যাচ), কানসাস সিটি (আমেরিকা)
  • ২৭ জুন ২০২৬ (৭০ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ২৭ জুন ২০২৬ (৭১ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  • ২৭ জুন ২০২৬ (৭২ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর রাউন্ড অফ-৩২ পর্ব ১৩

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ-৩২ পর্ব ২৮ জুন ২০২৬ তারিখ হতে শুরু হবে এবং ৩ জুলাই ২০২৬ তারিখে শেষ হবে। মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। যার বিস্তারিত সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • ২৮ জুন ২০২৬ (৭৩ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ২৯ জুন ২০২৬ (৭৪ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ২৯ জুন ২০২৬ (৭৫ তম ম্যাচ), গুয়াদালুপে মন্টেরে (মেক্সিকো)
  • ২৯ জুন ২০২৬ (৭৬ তম ম্যাচ), হাউসটন (আমেরিকা)
  • ৩০ জুন ২০২৬ (৭৭ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ৩০ জুন ২০২৬ (৭৮ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ৩০ জুন ২০২৬ (৭৯ তম ম্যাচ), মেক্সিকো সিটি (মেক্সিকো)
  • ১ জুলাই ২০২৬ (৮০ তম ম্যাচ), আটলান্টা (আমেরিকা)
  • ১ জুলাই ২০২৬ (৮১ তম ম্যাচ), সান ফ্রান্সিসকো (আমেরিকা)
  • ১ জুলাই ২০২৬ (৮২ তম ম্যাচ), সিটল (আমেরিকা)
  • ২ জুলাই ২০২৬ (৮৩ তম ম্যাচ), টরেন্টো (কানাডা)
  • ২ জুলাই ২০২৬ (৮৪ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ২ জুলাই ২০২৬ (৮৫ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা
  • ৩ জুলাই ২০২৬ (৮৬ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  • ৩ জুলাই ২০২৬ (৮৭ তম ম্যাচ), কানসাস সিটি (আমেরিকা)
  • ৩ জুলাই ২০২৬ (৮৮ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)


২০২৬ বিশ্বকাপ ফুটবল এর রাউন্ড অফ-১৬ পর্ব ১৪

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর রাউন্ড অফ-১৬ পর্ব ৪ জুলাই ২০২৬ তারিখ হতে শুরু হবে এবং চলবে ০৭ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। মোট ০৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। যার বিস্তারিত সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • ৪ জুলাই ২০২৬ (৮৯ তম ম্যাচ), ফিলাডেলফিয়া (আমেরিকা)
  • ৪ জুলাই ২০২৬ (৯০ তম ম্যাচ), হিউস্টন (আমেরিকা)
  • ৫ জুলাই ২০২৬ (৯১ তম ম্যাচ), নিউ ইয়র্ক (আমেরিকা)
  • ৫ জুলাই ২০২৬ (৯২ তম ম্যাচ), মেক্সিকো সিটি (মেক্সিকো
  • ৬ জুলাই ২০২৬ (৯৩ তম ম্যাচ), ডালাস (আমেরিকা)
  • ৬ জুলাই ২০২৬ (৯৪ তম ম্যাচ), সিয়াটেল (আমেরিকা)
  • ৭ জুলাই ২০২৬ (৯৫ তম ম্যাচ), আটা লান্টা (আমেরিকা)
  • ৭ জুলাই ২০২৬ (৯৬ তম ম্যাচ), ভ্যাঙ্কুভার (কানাডা)

আরো পড়ুনঃ ইন্টারনেটে অনলাইন টাকা ইনকাম করার ১০ টি নিশ্চিত উপায়

২০২৬ বিশ্বকাপ ফুটবল এর কোয়ার্টার ফাইনাল১৫

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ ০৯ জুলাই ২০২৬ তারিখ থেকে ১১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত স্টেডিয়াম গুলিতে চলবে। কোয়ার্টার ফাইনালের সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • ৯ জুলাই ২০২৬ (৯৭ তম ম্যাচ), বস্টন (আমেরিকা)
  • ১০ জুলাই ২০২৬ (৯৮ তম ম্যাচ), লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
  • ১১ জুলাই ২০২৬ (৯৯ তম ম্যাচ), মিয়ামি (আমেরিকা)
  • ১১ জুলাই ২০২৬ (১০০ তম ম্যাচ), কানসাস (আমেরিকা)


জিলেট স্টেডিয়াম বস্টন, যুক্তরাষ্ট্র


২০২৬ বিশ্বকাপ ফুটবল এর সেমিফাইনালের সময়সূচি১৬

আগামী ১৪ জুলাই ২০২৬ তারিখে হতে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর প্রথম সেমিফাইনাল এবং একই তারিখে (আগামী ১৪ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। মোট ০২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। যার বিস্তারিত সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম  এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • ১৪ জুলাই ২০২৬(১০১ তম ম্যাচ), এটি অ্যান্ড টি স্টেডিয়ামে (ডালাস, যুক্তরাষ্ট্র)
  • ১৪ জুলাই ২০২৬(১০২ তম ম্যাচ), মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম (আটলান্টা, যুক্তরাষ্ট্র)


এটি অ্যান্ড টি স্টেডিয়ামে (ডালাস, যুক্তরাষ্ট্র), 


২০২৬ বিশ্বকাপ ফুটবল এর তৃতীয় স্থান অধিকারী ম্যাচের সময়সূচি১৭

আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। মোট ০১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাউন্ডে। যার বিস্তারিত সময়সূচী (খেলার তারিখ, কত তম ম্যাচ, স্টেডিয়ামের নাম এবং দেশের নাম) নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ 

  •  ১৮ জুলাই ২০২৬ (১০৩ তম ম্যাচ), হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র


২০২৬ বিশ্বকাপ ফুটবল এর ফাইনাল খেলা১৮

আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। এই ফাইনাল ম্যাচে মোট ২টি দল অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় যে দেশ চ্যাম্পিয়ন হবে, সেই দেশই হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয়ী।


মেটলাইফ স্টেডিয়াম নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২০২৬ বিশ্বকাপ ফুটবল এর ফাইনাল খেলা হবে এখানে

আরো পড়ুনঃ মোবাইল হ্যাক হলে করণীয় সম্পর্কে জানুন

২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার সমূহ১৯

আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য ফিফা কর্তৃক বর্তমানে ছয়টি পুরস্কার নির্ধারণ করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের এবং দলসমূহকে বেশ কিছু পুরস্কার প্রদান করা হয়। ফিফা কর্তৃক নির্ধারণ করা বিশ্বকাপ ফুটবলের পুরস্কার বিস্তারিত নিম্নবর্ণিত ভাবে উল্লেখ করা হলোঃ

  • গোল্ডেন বল - শ্রেষ্ঠ খেলোয়াড়ের জন্য
  • গোল্ডেন বুট - শীর্ষ গোলদাতার জন্য
  • গোল্ডেন গ্লাভস্ - শ্রেষ্ঠ গোলরক্ষকের জন্য
  • সেরা যুব খেলোয়াড় - বর্তমানে বাণিজ্যিকভাবে "হুন্ডাই সেরা যুব খেলোয়াড়" বলা হয়
  • ফিফা ফেয়ার প্লে ট্রফি - যারা ফেয়ার প্লে-তে শ্রেষ্ঠ খেলে দ্বিতীয় স্তরে পৌছায়
  • ম‍্যান্ অফ্ দ‍্য ম‍্যাচ্ পুরস্কার - টুর্নামেন্টের প্রতিটি খেলায় অসাধারণ দক্ষতার জন্য

২০৩০ ফিফা বিশ্বকাপ ফুটবল (২৪তম ফিফা বিশ্বকাপ)২০

আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজককারী দেশগুলোর নাম হচ্ছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। ২০৩০ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম বারের মতো হতে যাচ্ছে দুটি মহাদেশের তিনটি দেশে নিয়ে। অতিরিক্তভাবে এই ইভেন্টের উদ্বোধনী দেশ হিসেবে কাজ করবে বলে জানা যাচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ের নাম। উল্লেখ যে, এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফিফা (FIFA)  বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তার ১০০ বৎসর পূর্ণ করবে। 

২০৩৪ ফিফা বিশ্বকাপ ফুটবল (২৫তম ফিফা বিশ্বকাপ)২১

আগামী ২০৩৪ ফিফা বিশ্বকাপ ফুটবল হবে ২৫তম ফিফা (FIFA) বিশ্বকাপ ফুটবল আসর হবে এটি। ২০৩৪ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার এই আসরটির আয়োজন করবে মরুভূমির দেশ সৌদি আরব। জানা যাচ্ছে, সৌদি আরবই একমাত্র দেশ হিসেবে সবার আগে (৩১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে) বিড জমা দিয়েছেন। 

২০৩৮ ফিফা বিশ্বকাপ ফুটবল (২৬তম ফিফা বিশ্বকাপ)২২

আগামী ২০৩৮ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ২৬তম আসর হবে আফ্রিকা মহাদেশের ঘানায়৷ ফিফা (FIFA) বিশ্বকাপ ফুটবলের আসরের আয়োজককারী দেশের ব্যাপারে ঘানা ২০৩৮ বছরের জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ফিফা (FIFA) বিশ্বকাপ আয়োজনের জন্য একটি উচ্চাভিলাষী-বিডের পরিকল্পনা করছে৷ এই ব্যাপারে এখনও ফাইনাল হয়নি বলে জানা যাচ্ছে৷

সর্বশেষ মন্তব্য২৩

আজ আর নয়, তবে ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল খেলা থেকে বেশি আনন্দ যেন অন্য কোন কিছুতেই খুঁজে পান না। ফুটবল খেলা খুবই আনন্দের এবং অনেক মজার একটি খেলা। খেলা শুরু হওয়ার পূর্বেই অনেক ফুটবল প্রেমিরা রাত জেগে বা দিনের বেলাও সকল কাজ বাদ দিয়ে টিভির সামনে অথবা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় তাদের পছন্দের দলের খেলা দেখার জন্য অধির আগ্রহ নিয়ে আপেক্ষায় থাকে কখন আমাদের টিম জয়ী হবে। 




"২০২৬ বিশ্বকাপ ফুটবল" সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই "২০২৬ বিশ্বকাপ ফুটবল" সম্পর্কে পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ফেসবুক, ইন্সটাগ্রাম প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করতে পারেন। 


মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায় হোন এবং আমাদের সবকিছু সহজ করে দিন (আমিন)।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url