বাংলালিংক সিমের সকল তথ্য
আমাদের আজকের পোষ্ট হচ্ছে "বাংলালিংক সিমের সকল তথ্য"। আমি ধারাবাহিক ভাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। বাংলালিংক সিম ভালোভাবে ব্যবহার করতে বাংলালিংক সিমের সকল তথ্য জানতে হবে। বাংলাদেশে বাংলালিংক সিমের ব্যবহারকারী অনেক। বাংলালিংক সিমের সকল তথ্য জানা থাকলে আপনারা যে কোন সুবিধা দিতে পারবেন।
আজকে আমরা বাংলালিংক সিমের সকল তথ্য আপনাদের জানাবো। নেটওয়ার্ক সার্ভিসের দিক দিয়েও বাংলালিংক সিম অন্যান্য সিম কোম্পানির তুলনায় খারাপ নয়। তাই আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্যই পোস্টটি গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে মনোযোগ দিয়ে এই লেখাটি পড়বেন। তাহলে বিস্তারিত জানতে পারবেন।
সূচিপত্রঃ- বাংলালিংক সিমের সকল তথ্য
- ভুমিকা
- বাংলালিংকের প্রয়োজনীয় সকল কোড
- বাংলালিংক সিমের সকল সার্ভিস কোড
- বাংলালিংক সিমের বোনাসের যত কোড
- বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
- বাংলালিংক ফ্রি ইন্টারনেট প্যাকেজ
- বাংলালিংক সিমের কোড অফার এবং গুরুত্বপূর্ণ সকল তথ্য
- বাংলালিংক সিমের মিনিট প্যাকেজ এবং এসএমএস প্যাকেজ
- বাংলালিংক সিমের কম্বো প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজ
- উপসংহার
ভুমিকাঃ
বাংলাদেশের যত সিম কোম্পানী রয়েছে তাদের মধ্যে বাংলালিংক অন্যতম। সিম কোম্পানিগুলোর মধ্যে বাংলালিংক এর অবস্থান তৃতীয়। বাংলালিংকের সুবিধা গুলো নিতে হলে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করেই সুবিধাগুলো নেয়া যায়।বাংলালিংক সিমের সকল তথ্য গুলোর মধ্যে রয়েছে "বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজের কোড, বাংলালিংক সিমের মিনিট প্যাকেজের কোড, রিচার্জের মাধ্যমে সরাসরি ইন্টারনেট প্যাক কিংবা মিনিট প্যাক কেনা" ইত্যাদি। বাংলালিংক সিমের সকল তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব।
বাংলালিংকের প্রয়োজনীয় সকল কোডঃ
বাংলালিংকের সার্ভিসগুলো নেয়ার জন্য নির্দিষ্ট কোড রয়েছে। আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য *124*# কোড ডায়াল করতে হবে। এছাড়াও বাংলালিংক মিনিট প্যাকেজ , এসএমএস প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ ইত্যাদি চেক করার জন্য আলাদা আলাদা কোড রয়েছে যে কোড গুলো ব্যবহার করে আপনার প্যাকেজের মেয়াদ এবং ডাটা বা মিনিট চেক করতে হবে।আরও পড়ুনঃ কিভাবে বাংলালিংক সিমের এমবি চেক করবেন
আপনারা যদি বাংলালিংক সিমের সকল তথ্য জেনে থাকেন তাহলে সে সকল কোড ব্যবহার করে সার্ভিসগুলো চেক করতে পারবেন কিংবা সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন। নিম্নে বাংলালিংক সিমের সকল তথ্য এবং কোড আপনাদের সুবিধার জন্য দেয়া হলো।
বাংলালিংক সিমের সকল সার্ভিস কোডঃ
বাংলালিংক সার্ভিস | USSD Code |
---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
বাংলালিংক সিমের বোনাসের যত কোডঃ
আপনি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকলে বাংলালিংক সিমের সকল তথ্য গুলোর পাশাপাশি আপনার এই কোডগুলো জানা উচিত।
আরও পড়ুনঃ কিভাবে বাংলালিংক সিম 4G করবেন
এই কোডগুলো ব্যবহারের মাধ্যমে আপনি অনেক সুবিধা গ্রহণ করতে পারেন। কোডগুলো নিম্নে দেয়া হলো।
- নিজের নাম্বার চেক করার কোডঃ *511#
- সিম প্যাকেজ চেক করার কোডঃ *125#
- মিনিট চেক করার কোডঃ *124*2#
- এস এম এস চেকঃ করার কোড *124*3#
- এম এম এসঃ করার কোডঃ *124*2#
- এম বি চেক করার কোডঃ *124*5#, *222*3#
- GPRS ডিয়েক্টিভ করার কোডঃ *222*2*Package Code#
- এমবি বোনাস চেক করার কোডঃ *124*5#
- এসএমএস বন্ধ করার কোডঃ *222*9#
- ১০০ এসএমএস চালু করার কোডঃ *222*8#
- ১০০ এসএমএস চেক করার কোডঃ *124*3#
- 500 SMS এক্টিভিট করার কোডঃ *132*1#
- 500 SMS ব্যালেন্স চেক করার কোডঃ *124*2#
- চেক বোনাস টক টাইম এন্ড ভ্যালিডিটি চেক করার কোডঃ *124*3# or *124*4#
- 65paisa/min এক্টিভিট করার কোডঃ *166*4*2#
- 65paisa/min ডিএক্টিভিট করার কোডঃ *166*5#
- পরে কল করো একটিভ করার কোডঃ*126*Number#
- নেট সেটিং রিকুয়েস্ট করার কোডঃ Type ALL & Sent to 3343
- মিস কল এলাট (অন) করার কোডঃ Type START & Send to 622
- মিস কল এলাট (অফ) করার কোডঃ Type STOP & Send to 622
- টাকা ধার নেয়ার কোডঃ *874# অথবা *321#
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারঃ
- Special FNF করতেঃ *166*7*Number# ডায়াল করুন।
- Special FNF পরিবর্তন করতেঃ 166*7*old FnF*new FnF# ডায়াল করুন।
- নতুন FNF সেট করতেঃ *789*7*3*1# ডায়াল করুন।
- FNF Number দেখতেঃ *789*7*3*2# ডায়াল করুন।
- FNF মুছে ফেলতেঃ *789*7*3*4# ডায়াল করুন।
- বাংলালিংক এস এম এস কেনার নিয়মঃ
- পাওয়ার মেনুতেঃ *789# ডায়াল করুন।
- বোনাস পয়েন্ট দেখতেঃ *567*1# ডায়াল করুন।
- বিল পরিশোধ করতে *777# ডায়াল করুন।
- রেলের টিকিট কিনতে *131# ডায়াল করুন।
- চাকুরীর অ্যালার্ট চালু করতে *108*1#ডায়াল করুন। এবং বন্ধ করতে *108*1*2# ডায়াল করুন।
বাংলালিংক ফ্রি ইন্টারনেট প্যাকেজঃ
- ০.৯ পয়সা/সেকেন্ড কলরেট যেকোনো নেটওয়ার্কে ৩০ দিনের জন্য ক্রয় করতে পারেন।
- ২২৪ টাকা প্রিপেইড বান্ডেল রয়েছে।
- মিনিট (যেকোনো অপারেটরে) ৪০০ মিনিট
- ইন্টারনেট (সব ধরণের ব্যবহারের জন্য) 200MB
- কল রেট (যেকোনো নেটওয়ার্কে) .৯ পয়সা/সেকেন্ড (৫৪ পয়সা/মিনিট) মেয়াদ ৩০ দিন
- অতিরিক্ত (বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার পর)
- কল রেট (যেকোনো নেটওয়ার্কে) ১ পয়সা/সেকেন্ড (৬০ পয়সা/মিনিট) আজীবন মেয়াদ।
- ফলো আপ বান্ডেল (পুনরায় ক্রয়ের ক্ষেত্রে) ২২৩ টাকা (একই অফার)
- ২২২ টাকা প্রিপেইড বান্ডেল
- মিনিট (যেকোনো অপারেটরে) ১০০ মিনিট
- ইন্টারনেট (সব ধরণের ব্যবহারের জন্য) 5GB
- কল রেট (যেকোনো নেটওয়ার্কে) .৯ পয়সা/সেকেন্ড (৫৪ পয়সা/মিনিট) মেয়াদ ৩০ দিন ৩০ দিন
- অতিরিক্ত (বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার পর)
- কল রেট (যেকোনো নেটওয়ার্কে) ১ পয়সা/সেকেন্ড (৬০ পয়সা/মিনিট) আজীবন মেয়াদ।
- ফলো আপ বান্ডেল (পুনরায় ক্রয়ের ক্ষেত্রে) ২২১ টাকা
বাংলালিংক সিমের কোড অফার এবং গুরুত্বপূর্ণ সকল তথ্যঃ
আপনারা যারা বাংলালিংক গ্রাহক আছেন তাদের নিম্নের তথ্যগুলো জেনে রাখা দরকার। এছাড়াও "বাংলালিংকের বিভিন্ন বিভিন্ন অফার এবং বাংলালিংকের বান্ডেল প্যাক" সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন মিনিট অফার, এম্বি অফার, সকল কিছু চেক করার কোড, রিচার্জ অফার সহ বাংলালিংক সিমের সকল তথ্য সম্পর্কে জেনে নেই।
বাংলালিংক সিমের মিনিট প্যাকেজ এবং এসএমএস প্যাকেজঃ
বাংলালিংক মিনিট প্যাকঃ
● বাংলালিংকের ২৯৯ টাকায় ৫১৫ মিনিট প্যাকেজ ৩০ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৭*১# ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#
● বাংলালিংকের ১৯৭ টাকায় ৩৪০ মিনিট প্যাকেজ ৩০ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৭*২#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ১৪৭ টাকায় ২৫০ মিনিট প্যাকেজ ৩০ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৭*৩#
আরও পড়ুনঃ ১০ উপায়ে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম সম্পূর্ণ নতুন সাইট ২০২৩
ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ১৩৭ টাকায় ২৩৫ মিনিট প্যাকেজ ৩০ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৭*৪#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ৯৭ টাকায় ১৬৫ মিনিট প্যাকেজ ১৫ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*১#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ৫৭ টাকায় ৯৯ মিনিট প্যাকেজ ৭ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*২#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ৪৭ টাকায় ৮০ মিনিট প্যাকেজ ৭ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৩#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#● বাংলালিংকের ২৭ টাকায় ৪৫ মিনিট প্যাকেজ ৩ দিনের জন্য কিনতে ডায়াল করুন *১১০০*৪#ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#
বাংলালিংক এসএমএস প্যাকঃ
- ৩০ টাকায় ৫০০ এসএমএস ৩০ দিনের জন্য ক্রয় করতে *১১০০*৯*১# ডায়াল করুন।
- ১৫ টাকায় ২০০ এসএমএস ১৫ দিনের জন্য ক্রয় করতে *১১০০*৯*২# ডায়াল করুন।
- ৭ টাকায় ৭০ এসএমএস ৭ দিনের জন্য ক্রয় করতে *১১০০*৯*৩# ডায়াল করুন।
- ৩ টাকায় ৩০ এসএমএস ৩ দিনের জন্য ক্রয় করতে *১১০০*৯*৪# ডায়াল করুন।
বাংলালিংক সিমের কম্বো প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজঃ
বাংলালিংক কম্বো প্যাকেজঃ
আপনি একজন বাংলালিংক গ্রাহক হিসেবে আপনি বাংলালিংক সিমের নিন্ম বর্ণিত সকল তথ্য গুলোর মধ্যে বাংলালিংক কম্বো প্যাকেজগুলো জেনে রাখুনঃ
- ৪৮৮ টাকায় ৫০০ মিনিট, ৪GB ইন্টারনেট, ৩০ টি এসএমএস ৩০ দিন মেয়াদে পেতে হলে *১১০০*৮*১# ডায়াল করুন।
- ২৮৮ টাকায় ৩০০ মিনিট, ২GB ইন্টারনেট, ৩০ টি এসএমএস ৩০ দিন মেয়াদে পেতে হলে *১১০০*৮*২#
- ১৮৮ টাকায় ১৫০ মিনিট, ১GB ইন্টারনেট, ৩০ টি এসএমএস ৩০ দিন মেয়াদে পেতে হলে *১১০০*৮*৩#
- ৮৮ টাকায় ১০০ মিনিট, ৫১২MB ইন্টারনেট, ১০ টি এসএমএস ৭ দিন মেয়াদে পেতে হলে *১১০০*৮*৪#
- ৩৮ টাকায় ৫০ মিনিট, ১৫০MB ইন্টারনেট, ৭ দিন মেয়াদে পেতে হলে *১১০০*৮*৫#
বাংলালিংক ইন্টারনেট প্যাকেজঃ
বাংলালিংক সিমের সকল তথ্য গুলোর মধ্যে ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
- ১৩ টাকায় ৫০ এমবি মেয়াদ ১ দিন।
- ২৬ টাকায় ১৫০ এমবি মেয়াদ ৭ দিন।
- ৩৬ টাকায় ২৫০ এমবি মেয়াদ ৭ দিন।
- ৪৯ টাকায় ৫০০ এমবি মেয়াদ ৫ দিন।
- ৪৭ টাকায় ২৫০ এমবি মেয়াদ ৩০ দিন।
- ১১৯ টাকায় ৭৫০ এমবি মেয়াদ ৩০ দিন।
- ২০৯ টাকায় ১.৫ জিবি মেয়াদ ৩০ দিন।
- ৩৯৯ টাকায় ৩ জিবি মেয়াদ ৩০ দিন।
- ১৭৯৯ টাকায় ২৫ জিবি মেয়াদ ৩০ দিন।
- ৮৯ টাকায় ১ জিবি মেয়াদ ৭ দিন।
- ৯৯ টাকায় ১.৫ জিবি মেয়াদ ৭ দিন।
- ১২৯ টাকায় ২.৫ জিবি মেয়াদ ৭ দিন।
উপসংহারঃ বাংলালিংক সিমের সকল তথ্য
প্রিয় পাঠকগণ, আমরা "বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজের কোড, মিনিট প্যাকেজের কোড, রিচার্জের মাধ্যমে সরাসরি ইন্টারনেট প্যাক কিংবা মিনিট প্যাক কেনা, সকল সার্ভিস কোড, বোনাসের যত কোড, কাস্টমার কেয়ার নাম্বার, ফ্রি ইন্টারনেট প্যাকেজ, সিমের কোড অফার এবং গুরুত্বপূর্ণ সকল তথ্য এবং বাংলালিংক এসএমএস প্যাক" ইত্যাদি নিয়ে আলোচনা করেছি।আজকে আমরা "বাংলালিংক সিমের সকল তথ্য" সম্পর্কে জানলাম।
আশা করি বাংলালিংক সিমের সকল তথ্য জানার পরে আপনারা আপনাদের সুবিধা এবং পছন্দমত সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন। বাংলালিংক সিমের সকল তথ্য সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনাদের উপকারে আসলে সোশ্যাল মিডিয়া শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url