বেকার ভাই বোনদের কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন ২০২৩
বাংলাদেশে শিক্ষিত বেকার যুবক-যুবতীর সংখ্যা অনেক। তাদের বিভিন্ন উপায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সরকার ইতোমধ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের এসব কর্মসূচির মধ্যে "কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন" একটি জনপ্রিয় ঋণ সুবিধা। এই স্কিমের আওতায় শিক্ষিত ও বেকার যুবক-যুবতীরা সহজ শর্তে ঋণ নিতে পারে।
আপনি যদি দীর্ঘদিন যাবৎ বেকার বসে থাকেন তাহলে এই ব্লগটি আপনাকে আলোর পথ দেখাবে। আমরা কাগজে-কলমে শিক্ষিত হলেও প্রকৃত পক্ষে শিক্ষার স্বাদ পাচ্ছি না, কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারছি না। এজন্য কিছু সরকারি প্রতিষ্ঠান দেশের এসব শিক্ষিতদের বাস্তবমুখী ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কিন্তু শুধু প্রশিক্ষণ দিলেই হবে না।
প্রয়োজন হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এই লক্ষ্যে সরকার এসব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতিদের মূলধনের ব্যবস্থা করতে কর্মসংস্থান ব্যাংক এর আওতায় কিছু স্কিম চালু করে। চলুন আজকের আর্টিকেলে আমরা কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন সম্পর্কে জানি :-
কর্মসংস্থান ব্যাংক অফলাইন আবেদন ফরম
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে সরাসরি এই ব্যাংকের যেকোন শাখা হতে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিক উপায়ে পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করলেই লোন আবেদন হয়ে যাবে। এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে লোন আবেদন করা যায়।
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে লোনের জন্য আবেদন করতে হয়। এই আবেদন সরাসরি কিংবা অনলাইনে করা যায়। কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লোন আবেদন। এখন আমরা কর্মসংস্থান ব্যাংকের লোন আবেদনের নিয়ম সম্পর্কে আলোচনা করব।
কর্মসংস্থান ব্যাংকে অফলাইনে আবেদনের জন্য আবেদনকারীর থানায়/জেলায়/বিভাগে কর্মসংস্থান ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। কর্মসংস্থান ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করতে হবে।
আরো পড়ুনঃ গরুর খামার করতে ব্যাংক লোন নেওয়ার সহজ উপাই ২০২৩
কর্মসংস্থান ব্যাংক অফলাইন আবেদন ফরম যেসব তথ্য দিতে হয়
কর্মসংস্থান ব্যাংক অফলাইন আবেদন ফরম ফরমে যেসব তথ্য দিতে হয় তা হলো :
- আবেদনকারীর পুরো নাম
- ঠিকানা, মোবাইল নম্বর
- জাতীয় পরিচয়পত্রের নম্বর
- জন্মতারিখ
- পিতামাতার নাম
- যে প্রকল্পের জন্য ঋণ নিতে চায় ঐ প্রকল্পের নাম
- ঋণ আবেদনকারীর জামিনদার হবে তার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর
ফরম সঠিকভাবে পূরণ করে ফরমের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন আবেদন ফরম
- অনলাইনে আবেদন করতে প্রথমেই কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটঃ http://kbolas.karmasangsthanbank.gov.bd/
- Loan-Application-Form এ যেতে হবে এবং লোন এপ্লিকেশন ফর্ম নিয়ে তা পূরণ করতে হবে।
- আবেদন ফর্মের শুরুতেই প্রজেক্ট এরিয়া সিলেক্ট করতে হবে। এখানে আবেদনকারীর নিজ এলাকা সিলেক্ট করতে হবে এবং ওই এলাকার ভিতর কর্মসংস্থান ব্যাংক এর যে শাখা রয়েছে তা সিলেক্ট করতে হবে।
- আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নাম্বার, পিতা মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা ইত্যাদি তথ্য নির্ভুল ভাবে প্রদান করতে হবে।
- লোন আবেদন করার জন্য একজন জামিনদার নির্ধারণ করতে হবে। আবেদন পত্রের নির্ধারিত স্থানে সেই জামিনদারের নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে।
- আবেদনকারীর জন্মতারিখ এবং সাল সঠিকভাবে প্রদান করতে হবে, কেননা কর্মসংস্থান ব্যাংকে লোন পেতে বয়স অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। কর্মসংস্থান ব্যাংক সাধারণত ১৮- ৫০ বছরের আবেদনকরীদের ঋণ প্রদান করে থাকে।
- সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর আবেদনকারীর ঋণ নেওয়ার কারনসহ যে প্রজেক্টের জন্য ঋণ নেবেন তার নাম উল্লখ করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনপত্র সাবমিট হয়ে যাবে।
কর্মসংস্থান ব্যাংকের শাখা সমূহ
বাংলাদেশের সকল জেলায় কর্মসংস্থান ব্যাংকের শাখা বিস্তৃত। প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে শাখা রয়েছে।
কর্মসংস্থান ব্যাংক শাখাসমূহ বাংলাদেশের ৬৪ টি জেলায় বিস্তৃত রয়েছে। আর্টিকেলের এই অংশে আমরা কর্মসংস্থান ব্যাংকের জেলা পর্যায়ের শাখা সমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার নিয়ে আলোচনা করব।
বেকারত্ব দূর করতে লোন দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক
কর্মসংস্থান ব্যাংকের জেলা পর্যায়ের শাখাসমূহ
• ব্রাহ্মনবাড়িয়া শাখা : ১১৫ নর্থ মৌরাইল, গোকর্ণ রোড, কাজিপাড়া, ব্রাহ্মনবাড়িয়া সদর, ব্রাহ্মনবাড়িয়া। মোবাইল : ০১৭০৮৩৯৭১৯৩
• বাবুগঞ্জ শাখা : ৩২২, খালিফা পট্টি, আগাড়গঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল : ০১৭০৮৩৯৭৩২১ ; ইমেইল : babuganj@kb.gob.bd
• বদরগঞ্জ শাখা : মরহুম আনিসুল হক কমপ্লেক্স উপজেলা পরিষদ মোড়, বদরগঞ্জ, রংপুর। ইমেইল : badarganj@kb.gov.bd
• বাড্ডা শাখা : হায়দার মঞ্জিল, বাড়ি নং-০২, পোস্ট অফিস রোড, মধ্য বাড্ডা, ঢাকা। মোবাইল : 01708-397110; ফোন: 02-9860490; ইমেইল: badda@kb.gov.bd
• বাগেরহাট শাখা : 125 কে আলী রোড, সালতলা। বাগেরহাট। মোবাইল : 01708-397291; ফোন: 0468-63774 ; ইমেইল : bagerhat@kb.gov.bd
• বাগমারা শাখা : বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স, চানপাড়া, ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী। মোবাইল: 01708-397235; ফোন: 07222-56135; ইমেইল: bagmara@kb.gov.bd
• অভয়নগর শাখা: ৬২৮ অভয়নগর পৌরসভা, অভয়নগর, যশোর , মোবাইল : ০১৭০৮৩৯৭২৯৮, ইমেইল: avaynagar@kb.gov.bd
আরো পড়ুনঃ গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা - গ্রামীণ ব্যাংকের পেনশন হিসাব
• আদিতমারি শাখা: সালমা সুপার মার্কেট, ওয়ার্ড নাম্বার: ০৩, আদিতমারি, লালমনিরহাট; ইমেইল : aditmari@kb.gov.bd
• আলমডাঙ্গা শাখা: কৃষি ব্যাংক রোড, গার্মেন্টস পট্টি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। মোবাইল : ০১৭০৮৩৯৭৩০৯ ; ইমেইল :alamdanga@kb.gov.bd
• আনোয়ারা শাখা: গণি শপিং সেন্টার (১ম তলা) , কলেজ রোড, আনোয়ারা, চট্টগ্রাম। মোবাইল : ০১৭০৮৩৯৭১৮৬ ; ইমেইল: anowara@kb.gov.bd
• আলফাডাঙ্গা শাখা : কলেজ রোড, আলফাডাঙ্গা, ফরিদপুর। মোবাইল : ০১৭০৮৩৯৭১২৯; ইমেইল : alfadanga@kb.gov.bd
• আড়াইহাজার শাখা : মেহেরুন প্লাজা ( ৩য় তলা) , ৬/৩, জেনারেল হাসপাতাল রোড, আড়াইহাজার নারায়নগঞ্জ । মোবাইল : ০১৭১১২৪০২৭৬ ; ইমেইল : araihazar@kb.gov.bd
• আত্রাই শাখা : লিটন মেনশন, বিহারিপুর, আত্রাই, নওগাঁ। মোবাইল : ০১৭০৮৩৯৭২৬১ ; ইমেইল : atrai@kb.gov.bd
• বাজিতপুর শাখা: পূর্ব বসন্তপুর, টি অ্যান্ড টি রোড, বাজিতপুর, কিশোরগঞ্জ। মুঠোফোন: 01708-397162; ফোন: 942364006; ইমেইল: bajitpur@kb.gov.bd
• বাকেরগঞ্জ শাখা: সদর রোড, বাকেরগঞ্জ, বরিশাল। মুঠোফোন: 01708-397315; ফোন: 04328-74236; ইমেইল: bakergonj@kb.gov.bd
• বালাগঞ্জ শাখা: হাজী আব্রুস আলী কমপ্লেক্স, তাজপুর, ওসমানীনগর, বালাগঞ্জ, সিলেট।মুঠোফোন: 01708-397221 ; ফোন: 08242-56141 ইমেইল: balaganj@kb.gov.bd
• বানারীপাড়া শাখা: ফলপট্টি, বানারীপাড়া, বরিশাল।মুঠোফোন: 01708-397317; ফোন: 04332-56395 ; ইমেইল: banaripara@kb.gov.bd
• বান্দরবান শাখা: ইসলামিয়া শপিং কমপ্লেক্স (২য় তলা), বান্দরবান সদর, বান্দরবান। মুঠোফোন: 01708-397183 ফোন: 0361-62610; ইমেইল: bandarban@kb.gov.bd
• বানিয়াচং শাখা: তাহের মেনসন (২য় তলা), সাব রেজিস্টার অফিস রোড, বানিয়াচং; হবিগঞ্জ; মুঠোফোন: 01708-397231; ফোন: 08324-56428 ; ইমেইল: baniachong@kb.gov.bd
• বড়াইগ্রাম শাখা: হোল্ডিং নং: 1642, বনপাড়া বাজার, বড়াইগ্রাম, নাটোর। মুঠোফোন: 01708-397246 ; ফোন: 07723-56024; ইমেইল: baraigram@kb.gov.bd
• বরগুনা শাখা: 195, জান্নাত ম্যানশন, উকিল পট্টি, 1ম তলা। সদর রোড বরগুনা, বরগুনা; মুঠোফোন: 01708-397328 ; ফোন: 0448-62689 ; ইমেইল: barguna@kb.gov.bd
• বারহাট্টা শাখা: গোপালপুর বাজার, সোনালী ব্যাংক লিমিটেড, বারহাট্টা, নেত্রকোনা। মুঠোফোন: 01708-397150; ফোন: 952356227; ইমেইল: barhatta@kb.gov.bd
• বসুরহাট শাখা: রওশনারা মার্কেট (২য় তলা), বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী । মুঠোফোন: 01708-397205; ফোন:03223-56265; ইমেইল: bashurhat@kb.gov.bd
• বাউফল শাখা : বিসমিল্লাহ কমপ্লেক্স, হাসন দালাল মার্কেট, বাউফল, পটুয়াখালী। মুঠোফোন: 01708-397329; ফোন: 04422-56138; ইমেইল: bauphal@kb.gov.bd
• বেড়া শাখা : ইছামতি সিনেমা হল, ৩য় তলা, বৃশালিকা, বেড়া, পাবনা। মুঠোফোন: 01708-397241 ; ফোন: 7323-75133; ইমেইল: bera@kb.gov.bd
• ভালুকা শাখা: শহীদ নাজিম উদ্দিন রোড, ভালুকা, ময়মনসিংহ। মুঠোফোন: 01708-397145; ফোন: 902256152 ; ইমেইল: bhaluka@kb.gov.bd
• ভাঙ্গা শাখা: ভাঙ্গা বাজার, টিনপট্টি (৩য় তলা), ভাঙ্গা, ফরিদপুর। মুঠোফোন: 01708-397349; ফোন: ইমেইল:bhanga@kb.gov.bd
• ভোলা শাখা: কালীনাথ রায়ের বাজার, ভোলা সদর, ভোলা। মুঠোফোন: 01708-397319; ফোন: 0491-62032; ইমেইল: bhola@kb.gov.bd
• ভূঞাপুর শাখা : দারোগ আলী সুপার মার্কেট, (২য় তলা), নোটুন কাঁচা বাজার, ভূঞাপুর, টাঙ্গাইল। ইমেইল: bhuapur@kb.gov.bd
• বিরল শাখা: বিরল বাজার (রেল গেট), বিরল, দিনাজপুর। মুঠোফোন: 01708-397280 ; ফোন: 0532-456207; ইমেইল: birol@kb.gov.bd
• বিশ্বনাথ শাখা: আল মদিনা কমপ্লেক্স, পুরান বাজার, জগন্নাথ রোড, বিশ্বনাথ, সিলেট। মুঠোফোন: 01708-397220; ফোন:08224-56232
• বোদা শাখা: ইসলামবাগ, বোদা, পঞ্চগড়; মুঠোফোন: 01708-397287; ফোন: 0565-356219; ইমেইল: boda@kb.gov.bd
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট 2023 - সর্বশেষ আপডেট
• বগুড়া শাখা: ইয়াসিন প্লাজা (৩য় তলা), নবাব বাড়ি রোড, বগুড়া সদর, বগুড়া। মুঠোফোন: 1708397249; ফোন: 051-63179; ইমেইল: bogra@kb.gov.bd
• ব্রাহ্মণপাড়া শাখা: হাজী কাশেম মঞ্জিল, (নিচ তলা), হোল্ডিং নং 207, মেজর গণি রোড, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মুঠোফোন: 01708-397192 ; ফোন:0802-56232 ; ইমেইল :brahmanpara@kb.gov.bd
• ছাগলনাইয়া শাখা: আমির প্লাজা, প্রধান সড়ক (পিকআপ স্টেশন), ছাগলনাইয়া, ফেনী। মুঠোফোন: 01708-397209; ফোন: 03322-78065 ইমেইল:chhagalnaiya@kb.gov.bd
• চকরিয়া শাখা: হোসেন মার্কেট (২য় তলা), চকরিয়া, কক্সবাজার। মোবাইল : 01708-397184; ফোন: 0342-256132; ইমেইল: chakaria@kb.gov.bd
• চাঁদপুর শাখা: জিন্নাথ মহল 336, আলিমপাড়া (ডিএন স্কুলের কাছে), চাঁদপুর। মুঠোফোন: 1708397043 ; ইমেইল: rmchandpur@kb.gov.bd
• চাঁপাইনবাবুগঞ্জ শাখা: কাঠাল বাগিচা, ঝিলিম রোড, চাঁপাইনবাবগঞ্জ। মুঠোফোন: 01708-397238; ফোন: 0781-53418; ইমেইল: chapai@kb.gov.bd
• ছাতক শাখা: লঞ্চঘাট, পশ্চিম বাজার, উপজেলা সদর, ছাতক, সুনামগঞ্জ। মুঠোফোন: 01708-397224; ফোন: 08723-56316 ; ইমেইল: chhatak@kb.gov.bd
• ডামুড্ডা শাখা: সদর রোড, ডামুড্ডা বাজার, ডামুড্ডা, শরীয়তপুর। মুঠোফোন: 01708-397134; ফোন: 602356232; ইমেইল: damudda@kb.gov.bd
• ডেমরা শাখা: আমিন টাওয়ার শপিং কমপ্লেস, ২য় তলা, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। মুঠোফোন: 01708-397120; ফোন: 02-7502906; ইমেইল: demra@kb.gov.bd
• দেওয়ানগঞ্জ শাখা: হাজী মার্কেট (২য় তলা), মাদ্রাসা রোড, দেওয়ানগঞ্জ বাজার, জামালপুর। মুঠোফোন: 01708-397167 ; ফোন: 982375241; ইমেইল: Dewangonj@kb.gov.bd
• গাইবান্ধা শাখা: ভি এইড রোড, মুন্সিপাড়া, গাইবান্ধা। মুঠোফোন: 01708-397270 ; ফোন: 0541-52026; ইমেইল: gaibandha@kb.gov.bd
• গাংনী শাখা: কোহিনুর প্লাজা, কাথুলী মোড় গাংনী, মেহেরপুর। মুঠোফোন: 01708-397312 ; ফোন: 07922-75867 ; ইমেইল: gangni@kb.gov.bd
• গজারিয়া শাখা: আমির হোসেন প্লাজা (৩য় তলা),ভোবের বাজার,ভোবেরচোর,গজারিয়া,মুন্সিগঞ্জ। মুঠোফোন: 01708-399772 ; ফোন: ইমেইল: gazaria@kb.gov.bd
• গোলচিপা শাখা: 307, গার্লস স্কুল রোড, গোলচিপা পৌরসভা, গোলচিপা, পটুয়াখালী। মুঠোফোন: 01708-397331; ফোন: 04424-56550 ; ইমেইল: galachipa@kb.gov.bd
• গোমস্তাপুর শাখা : পরশোভা গেট, রোহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। মুঠোফোন: 01708-397239; ইমেইল: gomastapur@kb.gov.bd
• গোপালগঞ্জ শাখা: 241, আমিনবেগ কমপিএক্স, 3য় ফ্লোর, উদয়ন রোড, বটতলা, গোপালগঞ্জ। মুঠোফোন: 01708-397139 ; ফোন: 26685092 ; ইমেইল: gopalgonj@kb.gov.bd
• হোসেনপুর শাখা: কফিল ভাবান, কলেজ রোড, হোসেনপুর, কিশোরগঞ্জ। মুঠোফোন: 01708-397158 ; ফোন: 09425-560
বাংলাদেশের সকল জেলায় কর্মসংস্থান ব্যাংকের শাখা বিস্তৃত। প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে শাখা রয়েছে।
কর্মসংস্থান ব্যাংক বিভাগীয় কার্যালয় সমূহ
- বিভাগীয় কার্যালয়, রাজশাহী: চন্ডিপুর (কদমতলার মোড়),লক্ষিপুর, রাজশাহী। ফোন- ০৭২১-৭৭২৭৮৯, ০১৭০৮-৩৯৭০২০, ইমেইল - divraj@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, বরিশাল : সদর রোড, বাকেরগঞ্জ, বরিশাল। ফোন - ০৪৩২৮৭৪২৩৯, ০১৭০৮৩৯৭৩১৫, ইমেইল ; bakergonj@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, রংপুর : মরহুম আনিসুল হক কমপ্লেক্স, উপজেলা পরিষদ মোড়, বদরগঞ্জ, রংপুর। ইমেইল - badarganj@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, সিলেট : হাজী আবরুস আলী কমপ্লেক্স, তাজপুর, ওসমানি নগর, বালাগঞ্জ, সিলেট। ফোন - ০৮২৪২৫৬১৪১, ০১৭০৮৩৯৭২২১, ইমেইল ; balaganj@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ : শহীদ নাজিমউদ্দীন রোড, ভালুকা, ময়মনসিংহ। ফোন- ৯০২২৫৬১৫২, ০১৭০৮৩৯৭১৪৫, ইমেইল ; bhaluka@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, ঢাকা: ফ্ল্যাট নং-ডি-২, বাড়ী নং-২৫, রোড নং-৪৭, গুলশান-২, ঢাকা। ফোন - ০২-৯৮৬১০৩৩ ইমেইল divdhk@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম: হাজী সরু মিয়া মার্কেট, হোল্ডিং নং-৮৮/৮৯, সদর ঘাট রোড, চট্টগ্রাম। ফোন - ০৩১-৬১৪৫৮৫, ০১৭০৮-৩৯৭০১৯, ইমেইল divctg@kb.gov.bd
- বিভাগীয় কার্যালয়, খুলনা: ১৭২, বিকে রায় রোড, শখেপাড়া, খুলনা। ফোন- ০৪১-৭২৫২০৯, ০১৭০৮৩৯৭০২১, ০২-৯০০৬৬১১, ইমেইল divkhn@kb.gov.bd
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন কারা করতে পারবে
- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ এর উর্ধ্বে হতে হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সীরা লোনের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে অবশ্যই পঞ্চম শ্রেণী পাস হতে হবে।
- আবেদনকারীর অবশ্যই বিসিক, বিডা, সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে।
- অন্য প্রকল্পের ঋণ নেওয়া থাকলে পরবর্তীতে কোন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য আবেদন করা যাবে না।
শেষকথাঃ বেকার ভাই বোনদের কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন ২০২৩
স্বপ্ন পূরণের জন্য দীর্ঘদিনের লোন সমস্যা হলেও এখন আর চিন্তা নেই, কর্মসংস্থান ব্যাংক সহজে প্রদান করার লোন সুবিধা। কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন ও অফলাইন লোন আবেদন করার নিয়ম উপরে দেওয়া রয়েছে। সবশেষে বলা যায় যে, সৃষ্টির শুরু থেকে কর্মসংস্থান ব্যাংক বেকার যুবকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর ফলে অনেক বেকার যুবক ও তার ভাগ্য পরিবর্তন করার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url