রোজা ভঙ্গের কারণ - রোজা ভঙ্গের কারণ সমূহের হাদিস ও কাফফারা
রমজান মাসে রোজা রাখা সকল মুসলমানের জন্য একটি ফরজ ইবাদত যা অবশ্যই করনীয়। আপনারা রোজা রাখেন ঠিকই,কিন্তু আপনার রোজা ভঙ্গের কারণ গুলো না জানায় আপনি রোজা রেখেও আপনার রোজা কবুল হচ্ছে না। আপনার অজানায় এই ফরজ ইবাদতে আপনি ভুল করছেন নাতো ?
রোজা ভঙ্গের কারণ গুলো যদি আপনার জানা না থাকে তাহলে রোজা রেখে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেব না। যেকোন ইবাদত করার আগে সেটি সম্পর্কে সকল তথ্য বিস্তারিত জেনে ও শিখে তারপর ইবাদত করতে পারলে আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে। আজ আপনাদেরকে রোজা ভঙ্গের কারণ গুলো কি এবং রোজা ভঙ্গের কারণ জেনে করণীয় কাজ গুলো বিস্তারিত জানাবো এই আর্টিকেলে।
সূচিপত্রঃ রোজা ভঙ্গের কারণ - রোজা ভঙ্গের কারণ সমূহের হাদিস ও কাফফারা
রোজা মানে কি?
"যে ব্যক্তি রমজান মাসের রোজা ইমানের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতে সাওয়াব লাভের আশায় রাখবে, তার আগের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে।"
রোজা ভঙ্গের কারণ কি ?
- রোজা রেখে ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া রোজা ভঙ্গের কারণ।
- রোজা রেখে ধূমপান ও আগরবাতির ধোয়া গ্রহন করলে রোজা ভেঙ্গে যায়।
- দাতের ফাকে খাবার আটকিয়ে থাকলে তা বের করে গিলে ফেললে রোজা হবে না।
- রোজা রেখে গলায় হাত ঢুকিয়ে ইচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা ভেঙ্গে যাবে।
- রোজা রেখে দিনের বেলা সহবাস করলে রোজা হয় না।
- নাকে ড্রপ বা তেল দিয়ে টানলে রোজা ভেঙ্গে যায়।
- দাত দিয়ে রক্ত বের হলে তা গিলে ফেললে রোজা ভেঙ্গে যায়।
- কুলি করার সময় যদি কেও ইচ্ছা করে কিছু পানি গিলে ফেলে তবে তার রোজা হবে না।
কোন কাজগুলো রোজা ভঙ্গের কারণ না !
- রোজা রেখে ভুলে গেলে রোজা ভঙ্গ হয় না।
- রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয় না।
- রোজা রেখে দিনে ঘুমালে যদি সপ্নদোষ হয় তবেও রোজা ভঙ্গ হয় না।
- রোজা রেখে চোখে সুরমা,মাথায় তেল ও আতর মাখলে রোজা ভঙ্গ হয় না।
- রোজা অবস্থায় মুখের মধ্যে মাছি, ধুলা ও ধোয়া চলে গেলেও রোজা ভঙ্গ হয় না।
- মেখের থুথু যত বেশি হোক না কেন তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না।
- নাকের শ্লেষ্মা জোরে টানার ফলে যদি তা গলায় চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না।
- কোন কারনে বমি হলে বেশি হোক বা কম হোক রোজা ভঙ্গ হয় না।
রোজা মাকরুহ হওয়ার কারণ কি ?
রোজা রেখে স্বামী-স্ত্রী একসাথে থাকলে রোজা মাক্রুহ হতে পারে
রোজা রেখে পান মুখে নিয়ে ঘুমিয়ে গেলে মাক্রুহ হতে পারে
খাবারের স্বাদ নিলে রোজা মাক্রুহ হতে পারে
রোজা রেখে দিনের বেলায় দাত মাজলে রোজা মাক্রুহ হতে পারে
মেয়েদের রোজা ভঙ্গের কারণ কি?
- মেয়েদের মাসিক হলে রোজা হয় না।
- মেয়েদের বাচ্চা প্রসবের ৪০ দিনের মধ্যে কোন রোজা হয় না।
- মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব বের হলে রোজা ভাঙ্গে না তবে হাল্কা হয়ে যায়।
- রোজা রেখে দিনের বেলায় স্বামী-স্ত্রী সহবাস করলে।
নফল রোজা ভঙ্গের কারণ কি?
নফল রোজা ভঙ্গের কারণ
- স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখলে তা ভেঙ্গে যাবে।
- শুক্রবারে রোজা রাখা নফল রোজা ভঙ্গের কারণ।
- ভুল করে খেয়ে ফেললে নফল রোজা হয় না।
- সহবাস করলে নফল রোজা ভেঙ্গে যাবে।
- রোজা অবস্থায় মাসিক হলে রোজা হবে না।
- দুই ইদের দিন নফল রোজা রাখলে তা হবে না।
রোজা ভঙ্গের কারণ জেনে করণীয় কি?
রোজা ভঙ্গের কারণ মাসিক হলে করণীয়
রোজা ভঙ্গের কারণ রোগ হলে করণীয়
কয়েকটি করণীয় এবং বর্জনীয় কাজ সমূহ
কয়েকটি করণীয় কাজ সমূহ
কয়েকটি বর্জনীয় কাজ সমূহ
রোজা ভঙ্গের কারণ কি তা নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর। FAQs
মুসলিমরা রোজা রাখে না কেন?
আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট ও আখিরাতে নেকি লাভের আশা মুসলিমরা রোজা রাখে।
স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ ?
না সপ্নদোষ হলে কোন ভাবেই রোজা ভাঙ্গবে না, তবে গোসল ফরজ হবে।
ইনজেকশন দিলে কি রোজা ভেঙ্গে যায়?
হ্যা, রোজা অবস্থায় শরীরে ভিতরে কোন কিছু বা কোন তরল প্রবেশ করালে, যেমন ইনজেকশন দিলে রোজা ভেঙ্গে যায়।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url