জানাজার নামাজের নিয়ম, সঠিক নিয়ত, দোয়া ও ফজীলত
জানাজার নামাজের সঠিক নিয়ম মেনে নামাজ পড়া এবং দাফনের সময় উপস্থিত থাকার জন্য অনেক সওয়াব পাওয়া যায়। এই পুরস্কার আকারে উহুদ পর্বতের সমতুল্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই মৃত্যু নিশ্চিত এবং এই পৃথিবীতে একজনের জীবন শেষের কথা মনে রাখা উচিত।
ভাল কাজ করে, পাপ থেকে অনুতপ্ত হওয়া এবং অন্যায় সংশোধন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। যাতে একজনের ভবিষ্যতের, অনন্ত জীবনের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া যায়। আজকের আর্টিকেলে আপনি জানাজার নামাজের সঠিক নিয়ম, নিয়ত, দোয়া ও ফজীলত সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
সূচিপত্রঃ জানাজার নামাজের সঠিক নিয়ম, নিয়ত, দোয়া ও ফজীলত
জানাজার নামাজ
জানাজার নামাজ কিভাবে পড়তে হয়?
- জানাযার নামাযে আযান বা লাকামা নেই।
- মৃত ব্যক্তিকে কাবার দিকে মুখ করে মাটিতে শুইয়ে দেওয়া হয়।
- যেখানে মৃত ব্যক্তি একজন পুরুষ, ইমাম মৃতদেহের মাথার দিকে মুখ করে দাঁড়াতেন এবং মৃত ব্যক্তি মহিলা হলে ইমাম মৃতদেহের মাঝখানের দিকে মুখ করে দাঁড়াতেন। এদিকে জামাত তার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে।
- জানাযার নামায শুধুমাত্র এক দাড়ানোর সাথে করা হয় এবং এতে রুকু (রুকুউস) বা সেজদা নেই।
- ১- প্রথম তাকবীর বলুন এবং আল-ফাতিহা পাঠ করুন।
- ২- দ্বিতীয় তাকবির বলুন এবং নবীর উপর দরূদ পাঠ করুন।
- ৩- তৃতীয় তাকবির বলুন এবং মৃত ব্যক্তির জন্য দুআ করুন।
- ৪- চতুর্থ তাকবির বলে সালাম দেয়া।
জানাজার নামাজের সঠিক নিয়ম
- প্রথমে তাকবীর الله اكبر (‘আল্লাহু আকবার’) বলুন এবং উভয় হাত আপনার কানের লতি পর্যন্ত উঠান এবং তারপর আপনার ডান হাত আপনার বাম হাতের উপর রাখুন।
- শয়তান থেকে আশ্রয় চান "আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই"
- সূরা আল ফাতিহার পরে একটি ছোট সূরা বা একটি সূরার অংশ পাঠ করুন-
- দ্বিতীয় তাকবীর বলা। জানাজার নামাজের সঠিক নিয়ম অনুযায়ী আপনি হয় আপনার হাত আবার আপনার কানের লোব পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন অথবা যেমন আছে তেমনি রেখে দিতে পারেন,উভয়ই জায়েজ আছে।
- নবী মুহাম্মদ (সাঃ) এর উপর দরূদ পাঠ করুন যেমন কেউ নামায শেষে করে-
- তৃতীয় তাকবীর বলাঃ আপনি হয় আপনার হাত আবার আপনার কানের লোব পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন অথবা যেমন আছে তেমনি রেখে দিতে পারেন, উভয়ই জায়েজ।
اللَّهُمَّ اغْفِرْ لِحَتِنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَ صَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأَنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَاحْبِهِ عَلَى الْإِسْلَامِ : وَمَنْ تَوَفَّيْتَهُ
مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ
- জানাজার নামাজের সঠিক নিয়ম মৃত ব্যক্তির জন্য দুআ করা। রাসুল (সাঃ) এর কাছ থেকে বেশ কয়েকটি সুপারিশকৃত দোয়া রয়েছে।
- চতুর্থ তাকবীর বলুন এবং কিছুক্ষণ বিরতি দিনঃ আপনি হয় আপনার হাত আবার আপনার কানের লোব পর্যন্ত বাড়াতে পারেন অথবা যেমন আছে তেমনি রেখে দিতে পারেন। উভয়ই জায়েজ। কিছু আলেম এই সময়ের মধ্যে নিজের, পরিবার, বন্ধুবান্ধব এবং সমস্ত মুসলমানদের জন্য সাধারণ প্রার্থনা পাঠ করতে বলেন।
- তারপর ডানদিকে একটি তসলিম বলে শেষ করুন (‘আসসালামু ‘আলাইকুম ওয়া রাহমাত-আল্লাহ’)। নিয়মিত নামাযের মত উভয় দিকে করাও ঠিক আছে।
জানাজার নামাজের নিয়ত। জানাজার নামাজের নিয়ম
" نويت أن أصلي صلاة الجنازة لله تعالى ودعا للميت "
জানাজার নামাজের নিয়ত উচ্চারণ
জানাজার নামাজের নিয়ত বাংলা
মহিলাদের জানাযার নামায পড়ার হুকুম আছে কি? জানাজার নামাজের নিয়ম
জানাজার নামাজের দোয়া ও ফজীলত। জানাজার নামাজের নিয়ম
জানাজার নামাজের দোয়া
اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه، وَأَكْـرِمْ نُزُلَـه، وَوَسِّـعْ مُدْخَـلَـه، وَوَسِّـعْ مُدْخَــلَـهُ مُدْخَـلَه، وَاغْسِلْمِالْمِلْ بِلْـلَه َـرَدْ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ، وَأَبْـدِلْهُ داراً مِنَـلْهُ داراً خَـيْراً مِنْ خَلْهُ داراً خَـيْراً مِنْ خَلْهُ داراً خَـيْراً مِنْ ِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار
০২ জানাজার নামাজের দোয়া মৃত ব্যক্তির জন্য
الَّلهُـمِّ إِنَّ فُلانَ بْنَ فُلانٍ في ذِمَّـتِك، وَحَبْـلِ جِـوارِك، فَقِـهِ مِنْ فِتْـنَةِ الْقَـبْرِ وَعَذَابِ النّـار، وَأَنْتِکُلْ وَعَذابِ النّـار، وَأَنْتِكُل فَاغْفِـرْ لَهُ وَارْحَمْـهُ، إِنَّكَ أَنْتَ الغَـفورُ الـرَّحيم
জানাজার মিছিলের সাথে যাওয়ার আদেশ। জানাজার নামাজের নিয়ম
কোথায় ইমাম জানাজার নামাজের জন্য দাঁড়াবে?
জানাযার নামায কি ফরজ?
জানাজার নামাজের গুরুত্ব কি?
- এই পৃথিবী চিরস্থায়ী নয়।
- আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাই।
- মৃতদের জন্য ক্ষমা চাওয়া জরুরী।
- ইসলামী বিশ্বাস ও অনুশীলন অনুযায়ী মৃত মুসলমানকে দাফন করা আবশ্যক।
- যখন একজন মানুষ মারা যায়, তখন সে তার ইমান ও নেক আমল ছাড়া কিছুই সাথে নিয়ে যায় না।
- আমাদের মৃত্যু সম্পর্কে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এটি যে কোনো সময় আমাদের আঘাত করতে পারে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url