সেরা ১৫টি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ যা আপনার শেখা উচিৎ
বর্তমান বিশ্বে এখন ফ্রিল্যান্সিং কাজ সমূহের চাহিদা অনেক বেশি। অল্প সময়ে অধিক পরিমাণ টাকা ইনকামের জন্য এখন অনেক সরকারি চাকরিজীবী তাদের চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করাকে ব্যাপক চাহিদা দিচ্ছেন। কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে ভালোভাবে জানা উচিত।
ফ্রিল্যান্সিং এর কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজ কোনগুলো, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কোনগুলো সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনি যদি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে ভালো ক্যারিয়ার গড়তে পারবেন না এবং আপনার জন্য সবচেয়ে সেরা ফ্রিল্যান্সিং কাজ কোনটি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না।
আরো পড়ুনঃ আজীবন মুনাফার ১২ টি টপ ট্রেন্ডিং ও নতুন ব্যবসার আইডিয়া
আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ধারণা হচ্ছে শুধুমাত্র লোগো ডিজাইন করা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করাই মনে হয় ফ্রিল্যান্সিং কাজ কিন্তু না এসব কাজের বাইরেও আরো অনেক কাজ রয়েছে যেসব কাজগুলো সম্পর্কে আপনার ধারণাই নেই যে কাজগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন।
আপনাদের মধ্যে যারা প্রথম আলো ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করেন তারা হয়তো কিছুদিন আগে একটি পোস্ট দেখেছেন যেখানে পুনম নামের একজন শিক্ষার্থী রাফ খাতায় আঁকিবুকি ফেসবুক পোস্ট করার পর থেকে অনেক কোম্পানি তাকে হায়ার করার জন্য জব অফার দেয়। বর্তমানে পুনম এখন নরওয়ের একটি এজেন্সিতে পার্মানেন্ট জব করছে বিষয়টা কি অবাক করার মতো না।
উপরের এই ঘটনাটি থেকে আমাদের একটি বিষয় ক্লিয়ার হয় যে ফ্রিল্যান্সিং করার জন্য কোন কঠিন স্কিল শেখার প্রয়োজন নেই আপনি যা পারেন আপনি যেটাই পারদর্শী সেটা দিয়েও এখন আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন কেননা এখন বর্তমান বিশ্বে এত ফ্রিল্যান্সিং এর কাজ রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় এই বিষয়টি আপনার জেনে নেওয়ার পূর্বে এটা জানা উচিত যে জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কোনগুলো কোন কাজগুলোর চাহিদা বর্তমান সময়ে সবচেয়ে বেশি এবং আগামী ১০ বছর যে কাজগুলোর চাহিদা থাকবে সে কাজগুলো সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা থাকা উচিত।
তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে ফ্রিল্যান্সিং এর কোন কাজগুলো যদি আপনি এখন শেখেন সে কাজগুলো আগামী ১০ বছর পরেও শক্ত অবস্থানে থাকবে এবং আপনার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনি এখান থেকেই তৈরি করে নিতে পারবেন এমনই সেরা ১৫টি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ নিয়ে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন যদি আপনি জানতে চান।
পেজ সূচিপত্রঃ সেরা ১৫টি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ যা আপনার শেখা উচিৎ
- ফ্রিল্যান্সিং কি
- Full Stack Web Development
- Graphic Design
- Video Editing
- Digital Marketing
- Data Entry
- Virtual Assistant
- Canva Design YouTube Thumbnail
- টি-শার্ট ডিজাইন
- Content Writing
- Search Engine Optimization (SEO)
- WordPress Development
- Photography
- Music & Audio
- Ai Services
- Jobboy.com
- ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন?
- নিজেই যেভাবে ফ্রিল্যান্সিং শিখবেন
- ২০৩০ সাল পর্যন্ত সেরা ৪টি ফ্রিল্যান্সিং স্কিল
- নতুন ফ্রিল্যান্সারদের জন্য কিছু টিপস
ফ্রিল্যান্সিং কি । What is Freelancing?
ফ্রিল্যান্সিং বলতে মূলত একটি মুক্ত পেশাকে বোঝায় যেখানে আপনাকে ধরা বাধা কোন নিয়মের মধ্যে থেকে কাজ করার প্রয়োজন পড়ে না আপনি এখানে একদম একজন স্বাধীন মানুষ হিসেবে কাজ করতে পারেন আপনার মন চাইলে আপনার মন না চাইলে করতে নাও পারেন।
ফ্রিল্যান্সিংয়ের মোট অনেকগুলোই গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে তার মধ্যে যে সুবিধা গুলো সবচেয়ে বেশি মানুষজনের কাছে এফোর্টেবল সে দুটি কারণ হচ্ছে এক হচ্ছে কাজের স্বাধীনতা আর দুই হচ্ছে অধিক পরিমাণ টাকা ইনকাম। মূলত এই দুইটি জিনিসের জন্যই একজন ফ্রিল্যান্সিং করার পেছনে আগ্রহ প্রকাশ করে। আসুন জেনে নিই ২০২৩ সাল পর্যন্ত সেরা ১৫ টি ফিন্যান্সিং কাজ কোনগুলো।
আরো পড়ুনঃ ৫টি রিয়েল টাকা ইনকাম সাইট ঘরে বসে ২০২৪ এর সঠিক গাইডলাইন
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ | Top 15 Freelance Job List
- Full Stack Web Development
- Graphic Design
- Video Editing
- Digital Marketing
- Data Entry
- Virtual Assistant
- Canva Design YouTube Thumbnail
- টি- শার্ট ডিজাইন
- Content Writing
- Search Engine Optimization (SEO)
- WordPress Development
- Photography
- Music & Audio
- Ai Services
- Jobboy.com
Full Stack Web Development। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
আমাদের আজকের লিস্টের প্রথম যে স্কিল টা যেটা ২০৩০ সাল পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদার শিখরে থাকবে সেটি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন এর কাজ কমপ্লিট করাই Full Stack Web Development।
সাধারণত একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে যথা Front End এবং Back End । মূলত Front End পাটর্টি একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তা কোডিং করে বানানো হয় আর Back End পার্ট এ ওয়েবসাইটের অপারেশন প্রসেস তৈরি করা হয়।
আশা করি Full Stack Web Developer এর কাজ কি এইটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসুন জেনে নিই একজন Full Stack Web Developer ওয়েব ডেভেলপমেন্ট করে কত টাকা আয় করতে পারে।
এখানে আমি তিনটা লেভেলে আপনাকে বুঝিয়ে দিব যে একজন ওয়েব ডেভলপার প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে সে তিনটি উপায় হচ্ছেঃ
- Beginner Level
- Intermediate Level
- Advance Level
- Beginner Level মাসে ৪০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন
- Intermediate Level আপনি মাসে ৮০ হাজার থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং
- Advance Level যখন আপনি চলে যাবেন তখন আপনি মাসে ২.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
একটি ক্রিটিক্যাল বিষয় এখানে আপনাকে অনেক সময় দিয়ে এই কাজটি শিখতে হবে আপনি যদি Front End বা Back End দুইটা একসাথে শিখে Full Stack Web Developer হতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে। এক্ষেত্রে আপনাকে অনেক চিন্তাভাবনা করে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এজন্য আপনার কাজের চাহিদা যেমন তেমনি আপনার বেতন হবে আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি কোন এজেন্সিতে কাজ না করে পার্সোনালি ফ্রিল্যান্সিং করেও এত টাকা আয় করতে পারবেন।
কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট-এ সেরা হবেন
কোন একটি স্কিলে পারদর্শী হওয়ার জন্য আপনাকে একটি রোড ম্যাপ সাজাতে হবে এবং সেই রোডম্যাপ অনুযায়ী যখন আপনি এগোবেন তখন সেই স্কিলটা আপনার আয়ত্ত করা খুব সহজ হবে। নিচে একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হলো যে একজন ফুলস্টপ ওয়েব ডেভলপার হওয়ার জন্য আপনার কোন স্কিলের পরে কোন স্কিলটি শেখা উচিত আশা করি বুঝতে পারবেন। সেরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।
কাজ কোথায় পাবো। এতক্ষণ তো আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং এর সেরা স্কিল কোনটি এবং সেটা কিভাবে শিখবেন কিন্তু আপনাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসে যে এ কাজ শেখার পরে আমি কাজ কোথায় পাব বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে যে মার্কেটপ্লেসগুলোতে আপনি ওয়েব ডেভেলপমেন্টের অনেক কাজ পেয়ে যাবেন তার মধ্যে এখানে কয়েকটি আপনাকে হেল্প করার জন্য তুলে ধরলাম।
- Fiverr
- up work
- theme forest
প্রোফেশনাল টিপস TIPS!!
শুধুমাত্র Front End শিখেও ফ্রিল্যান্সিং করা যায়। এর জন্য HTML, CSS, JavaScript, PSD to HTML এই বিষয়গুলো জানা অত্যাবশ্যক। Front End এর কাজের জন্য শেখা Coding এর মাধ্যমে অন্যান্য Service দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়।
সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া যায়, Back End এর কাজে। এজানা PHP (Laravel) এখন বেশ জনপ্রিয়। তবে, আমি ব্যক্তিগতভাবে Python শেখার জন্য Recommend করি। কারণ, ভবিষ্যতে এর চাহিদা যেমন বেশি হবে, তেমনি কাজও করা যাবে সহজে।
যারা কোডিং এর মারপ্যাঁচে (যাত চান না, তাদের জন্য সমাধান। | WordPress। ওয়ার্ডপ্রেস দিয়ে সহজেই কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায়। তবে, এক্ষেত্রে, ওয়েব ডেভেলপারদের চেয়ে ইনকামের পরিমাণ কম হয়। তবে, কোডিং নিয়ে কিছু আন থাকলে, WordPress এর মাধ্যমেও বেশ ভালো আয় করা যায়।
Graphic Design গ্রাফিক ডিজাইন
এখানে আমি তিনটা লেভেলে আপনাকে বুঝিয়ে দিব যে একজন গ্রাফিক ডিজাইনর প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে সে তিনটি উপায় হচ্ছেঃ
- Beginner Level
- Intermediate Level
- Advance Level
Beginner Level মাসে ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন
Intermediate Level আপনি মাসে ৬০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং
Advance Level যখন আপনি চলে যাবেন তখন আপনি মাসে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ ব্লগ নাকি ওয়ার্ডপ্রেস, কোনটি ভালো - ব্লগিং এর জন্য কোনটি সেরা
প্রোফেশনাল টিপস TIPS!!
Canva দিয়ে ডিজাইন করলে, গ্রাফিক ডিজাইন শেখা যায় না, শুধুমাত্র টেমপ্লেট কাষ্টমাইজ করা যায়। তাই, গ্রাফিক ডিজাইন শুরু হোক Adobe Photoshop দিয়ে। Inage Retouch, Editing Manipulation, BC Remove শিখে ফ্রিল্যান্সিং করুন।
যদি Photoshop না শিখে, Directly, ডিজাইন সংক্রান্ত কাজ শিখতে চান, তাহলে Adobe Illustrator সেরা একটি সফটওয়্যার। Logo Design T Shirt Design, Stationery Design, Print Design শিখে उলাভাবে ল্যাং করা যায়।
যেখানে Bulk शিসার প্রিন্ট ডিজাইন প্রয়োজন, খান Adobe InDesign এর চাহিদা অনেক বেশি। অ্যালেন্ডার, ম্যাগাজিন, বই ইত্যাদি ডিজাইন করে জল করা Sully Graphic এর পাশাপাশি Motion Graphics চাহিদা বেশ রাতকে। তবে, নিজেকে একধাপ এগিয়ে রাখতে ILX Design এর জন্য বেশ ভালো ডিজাইন থাকা জরুরি।
Video Editing ভিডিও এডিটিং
এখানে আমি তিনটা লেভেলে আপনাকে বুঝিয়ে দিব যে একজন ভিডিও এডিটিং করে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে সে তিনটি উপায় হচ্ছেঃ
- Beginner Level
- Intermediate Level
- Advance Level
- Beginner Level মাসে ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন
- Intermediate Level আপনি মাসে ৬০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং
- Advance Level যখন আপনি চলে যাবেন তখন আপনি মাসে ১.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
প্রোফেশনাল টিপস TIPS!!
Digital Marketing ডিজিটাল মার্কেটিং
- Beginner Level
- Intermediate Level
- Advance Level
- Beginner Level মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন
- Intermediate Level আপনি মাসে ৫০ হাজার থেকে ০১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং
- Advance Level যখন আপনি চলে যাবেন তখন আপনি মাসে ০১ লক্ষ থেকে ০৩ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
প্রোফেশনাল টিপস TIPS!!
Data Entry ফ্রিলান্স ডাটা এন্ট্রি
Virtual Assistant-ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
Canva Design YouTube Thumbnail
টি- শার্ট ডিজাইন
Content Writing - কন্টেন্ট রাইটিং
Search Engine Optimization (SEO)। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- On-page SEO
- Off-page SEO
- Technical SEO
- Local SEO
- Keyword Reaches
- Google Analytics
WordPress Development
Photography - ফটোগ্রাফি
Music & Audio
Ai Services
Jobboy.com
ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন?
Relevant Skills - প্রাসঙ্গিক দক্ষতা
ফ্রিল্যান্সিং করতে চাইলে কোন ধরনের আইটি স্কিল থাকা অত্যাবশ্যক?
Computer (as per work) (কাজ অনুযায়ী) কম্পিউটার
ল্যাপটপ নাকি ডেস্কটপ কম্পিউটার কিনবো?
Payment Taking System - টাকা গ্রহণের সিস্টেম
- - বাংলাদেশি যে কোনো ব্যাংকে একটি একাউন্ট, যাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার যোগ্যতা আছে। যেমন: City Bank, EBL DBBL ইত্যাদি
- - ক্ষেত্রবিশেষে ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস প্রদান করে এমন কোনো কোম্পানির কার্ডরা একাউন্ট। যেমন: Payoneer, Wise Transfer ইত্যাদি
মার্কেটপ্লেস থেকে আমার ব্যাংকে টাকা আনবো কীভাবে?
নিজেই যেভাবে ফ্রিল্যান্সিং শিখবেন
২০৩০ সাল পর্যন্ত সেরা ৪টি ফ্রিল্যান্সিং স্কিল
- Full Stack Web Development
- Graphic Design
- Video Editing
- Digital Marketing
নতুন ফ্রিল্যান্সারদের জন্য কিছু টিপস
- যেকোনো ধরনের ফিন্যান্সিং কাজ করার পূর্বে আপনি সেই কাজের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন এবং ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি সে কাজটা কিভাবে করবেন এবং কতদিনের মধ্যে করবেন।
- আমাদের দেশের সচরাচর আমরা সম্মানীয় ব্যক্তিগণকে স্যার বা ম্যাডাম বলে সম্মান দিয়ে থাকি। আপনি চাইলে যখন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এ কাজ করবেন আপনার ক্লায়েন্টদেরকে আপনি মিস্টার বা মিসেস বলেও সম্মান করতে পারেন
- কাজের কথা ছাড়াও ক্লায়েন্টের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন এবং সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্টের সঙ্গে থাকবেন যাতে পরবর্তী কোন কাজ পড়ার সময় ক্লাইন্ট আপনাকে তাড়াতাড়ি খুজে পাই এবং আপনাকে অন্য কাজের জন্য রেকমেন্ড করতে পারে।
- বর্তমান সময়ে ভিডিও কন্টেন্টের চাহিদা অনেক বেশি তাই আপনি চাইলে আপনার প্রোফাইলে একটি ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে রাখতে পারেন যাতে করে আপনার ক্লায়েন্ট যখনই এটা দেখবে তখন মনে করে যেন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং আপনাকে কাজ দিয়ে সে স্বাচ্ছন্দ্যবোধ অনুরোধ করতে পারে।
- একটা প্রজেক্ট শেষ হওয়ার পর আপনি সেই ক্লায়েন্টকে মাঝে মাঝে মেসেজ করে তার খোঁজখবর নিতে পারেন এক্ষেত্রে আপনার তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ এবং সম্পর্ক সৃষ্টি হতে পারে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url