সালাতুল হাজত নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজীলত
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ড্রিম আইটিসির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের কাছে আমরা সালাতুল হাজত নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজীলত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো।
মানুষের বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিস অথবা বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়।মানুষ সম্পূর্ণভাবে আল্লাহতালার সৃষ্টির উপর নির্ভরশীল। সালাতুল হাজত নামাজ পড়ার মূল কারণ হচ্ছে নিজের ইচ্ছা বা প্রয়োজনের কথা আল্লাহতালার কাছে জানানো বিভিন্ন বিপদের হাত থেকে আল্লাহর কাছে রক্ষা চেয়ে প্রার্থনা করা।
সূচিপত্রঃ সালাতুল হাজত নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজীলত
সালাতুল হাজত কি?
সালাতুল হাজত নামাজ কেন পড়া হয়?
সালাতুল হাজত নামাজের নিয়ম কি ? সালাতুল হাজত নামাজ কত রাকাত
সালাতুল হাজত নামাজ কোন সূরা পড়তে হয়? সালাতুল হাজত নামাজ এর সূরাসমূহ
সালাতুল হাজত নামাজ এর সূরাসমূহ
• إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ
• فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ • إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ
সূরা ইখলাস
•قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
•ٱللَّهُ ٱلصَّمَدُ• لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
• وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
সূরা আল-কদর
সালাতুল হাজত নামাজের সঠিক সময়।সালাতুল হাজত নামাজের নিয়ম ও নিয়ত
সালতুল হাজত নামাজের নিয়ত। সালাতুল হাজত নামাজের নিয়ত আরবিতে
সালাতুল হাজত নামাজের নিয়ত ও সঠিক সময় সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন
সালাতুল হাজত নামাজের দোয়া। সালাতুল হাজত নামাজের মোনাজাত
মহিলাদের সালাতুল হাজত নামাজের নিয়ম। সালাতুল হাজত নামাজ কত রাকাত
- সর্বপ্রথম ওজু করে পবিত্রতা অর্জন করার পর কেবলা মুখী হয়ে জায়নামাজে দাঁড়াবে।
- "নাওয়াইতুয়ান উসাল্লিহ-লিল্লাহি তা'আলা আরবা রাক'আতাই সালাতুল হাজত সালাতি নফলি রাসূলিল্লাহি তা'য়াল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।"
- উক্ত লিখিত নিয়তিটি নিজ ভাষায় অথবা আরবিতে পাঠ করতে হবে।
- এরপর তাকবীরে তাহরীমা,ছানা-তাশাহুদ পাঠ করার পর সালাতুল হাজত নামাজের প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে যে কোন সূরা মিলাতে হবে।
- এরপর রুকু সিজদা করে একইভাবে বাকি দুরাকাত নামাজ পড়তে হবে।
- সালাতুল হাজত নামাজের দ্বিতীয় রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ এর পর সালাম ফিরানোর পূর্বে প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়তির মাধ্যমে তুলে ধরে উক্ত দোয়াটি পাঠ করতে হবে।
- নামাজ শেষে আল্লাহ তাআলার তসবি পাঠ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে এই- ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻼَﻣَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻻَ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻻَّ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻻَ ﻫَﻤًّﺎ ﺇِﻻَّ ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻻَ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻻَّ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
- দোয়াটি পাঠ করতে হবে।
- মহিলাদের সালাতুল হাজত পড়ার নিয়ম টি ভালোভাবে একাগ্রতার সাথে প্রতিদিন এশার নামাজের পর অথবা ঘুমনোর আগে মহিলারা তাদের কোন হালাল বা জায়েয ইচ্ছা/প্রয়োজন/কোন বিপদের হাত হতে রক্ষা পাওয়ার উদ্দেশে আল্লাহর নিকট সাহায্য কামনা করতে পারেন।
সালাতুল হাজত নামাজের ফজিলত। সালাতুল হাজত নামাজের উপকারিতা
সালাতুল হাজত নামাজের নিয়ত ও সঠিক সময় সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
সালাতুল হাজত নামাজ কি?
সালাতুল হাজত হল ইসলামে একটি বিশেষ প্রার্থনা, যা "প্রয়োজনের প্রার্থনা" নামেও পরিচিত, যেটি নিজের ইচ্ছা পূরণে বা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য আল্লাহর সাহায্য চাইতে হয়।
আমি কখন সালাতুল হাজত আদায় করব?
সালাতুল হাজত যে কোনো সময় করা যেতে পারে, তবে বিশেষভাবে রাতের বেলায় আদায় করা বাঞ্ছনীয়।
সালাতুল হাজতে কয় রাকাত?
সালাতুল হাজত হল দুই রাকাত সালাত, যা ইসলামের অন্যান্য নিয়মিত নামাজের মতোই করা হয়।
সালাতুল হাজত আদায়ের কোন সুনির্দিষ্ট উপায় আছে কি?
হ্যাঁ, সালাতুল হাজতের সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে, যার মধ্যে রয়েছে নামাজের সময় কুরআন থেকে নির্দিষ্ট দুআ এবং সূরা পাঠ করা।
সালাতুল হাজত এককভাবে বা দলগতভাবে আদায় করা যাবে কি?
সালাতুল হাজতের ব্যক্তিগত ও দলগত উভয় অনুষ্ঠানই ইসলামে গ্রহণযোগ্য।
সালাতুল হাজত কতবার আদায় করতে হবে এমন কোন নির্দিষ্ট সংখ্যা আছে কি?
সালাতুল হাজত কতবার আদায় করতে হবে এমন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে কারো প্রয়োজন পূরণ বা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যতবার প্রয়োজন ততবার করা যেতে পারে।
সালাতুল হাজত কি আমার আকাঙ্ক্ষা পূরণের গ্যারান্টি দেয় নাকি আমার সমস্যার সমাধান?
সালাতুল হাজত হল এক প্রকার ইবাদত এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কিন্তু কারো ইচ্ছা পূরণ করা বা তাদের সমস্যার সমাধান করার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url